বর্ষবরণ অনুষ্ঠানে গিয়ে মেয়েরা বুঝতে পারল যে হেফাজতে ইসলামের কথাই সঠিক, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রাখা উচিৎ ছিল

লিখেছেন লিখেছেন বেদনা মধুর ১৪ এপ্রিল, ২০১৪, ০৭:১৫:৩০ সন্ধ্যা

কথায় বলে পুরুষেরা বুঝে হারিয়ে আর মেয়েরা বুঝে মারিয়ে।

এবার বর্ষবরণ অনুষ্ঠানে মেয়েদের গায়ে হাত দিয়েছে পুরুষেরা, যেভাবে হাত দিয়েছিল সোনার বাংলার অনুষ্ঠানে। তাই মেয়েরা বলছে তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা দরকার ছিল। এখানে পুরুষেরা মেয়েদের গায়ে হাত দিচ্ছে। অনেক মেয়ে চিল্লায়ে কান্না শুরু করেছিল।

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সানজিদা বলেন, ‘সব ক্ষেত্রেই নারীর অধিকার নিশ্চিতের কথা বললেও কেউ এ বিষয়টি নিয়ে মাথা ঘামায় না। নারীদের প্রবেশের জন্য এসব অনুষ্ঠানে আলাদা ব্যবস্থা রাখা উচিত ছিল। এমন অবস্থা হলে সামনের আচার অনুষ্ঠানে যোগ দেয়া যাবে না।’

যাইহোক মেয়েরা এবার হারিয়ে বা মারিয়ে বুঝেছে যে হেফাজতে ইসলামের কথাই সঠিক। মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা রাখা উচিৎ।

দেরিতে হলেও বুঝার জন্য তাদেরকে ধন্যবাদ।

দেখুন এই লিঙ্কে

বিষয়: বিবিধ

১৩৯১ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207786
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২০
এহসান সাবরী লিখেছেন : এটা হলে তো হবেনা। নারীর সম অধিকার চাই।
অবিলম্বে ঢাকার অর্ধেক রিক্সাচালক
হিসেবে মেয়েদের নিয়োগ দেয়া হোক।
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
156388
হানিফ খান লিখেছেন : চমৎকার কথা বলেছেন
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
156389
হানিফ খান লিখেছেন : চমৎকার কথা বলেছেন
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
156394
বেদনা মধুর লিখেছেন : আপনাকে ধন্মেযবাদ,মেয়েদের সমানাধিকারের দাবী তুলে যেসব পুরুষ তারা মেয়ের ইনকাম খেতে চায়। সমানাধিকার দিলে আপনার কথা মত রিক্সা চালাতে হবে।আর সেটা হবে মেয়েদের জন্য কষ্টের। কিন্তু সেকুলাররা তা বুঝতে চায় না। তারা চায় মেয়েদের ইনকাম খেতে।
ধন্যবাদ।
207790
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
বুঝিনা লিখেছেন : অবিলম্বে ঢাকার অর্ধেক রিক্সাচালক হিসেবে মেয়েদের নিয়োগ দেয়া হোক। Loser Loser Loser Loser
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
156396
বেদনা মধুর লিখেছেন : এটা বললে তারা সমানাধিকারের দাবী থেকে নিশ্চয় সরে আসবে। ইসলাম তো মেয়েদেরকে কিছু কিছু ক্ষেত্রে অধিকার বেশিই দিয়েছে। ধন্যবাদ।
207791
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
হতভাগা লিখেছেন : তারাও ছেলেদের গায়ে হাত দেবে । সমধিকার না হলে প্রতিষ্ঠিত হবে কিভাবে ?
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
156397
বেদনা মধুর লিখেছেন : হুম্মম । সেকুলার নারীরা হয়ত সেটাই চাইবে। তবে আমাদের দেশে ধার্মিক বেশি। সেকুলার হাতেগোনা মাত্র। ধন্যবাদ।
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
156412
হতভাগা লিখেছেন : যারা সেখানে গিয়েছে তারা কি ধার্মিক ( প্রকৃতপক্ষে মুসলিম)যেখানে হিন্দুদের পূঁজার মত একটিভিটি হয় ? সেখানকার কতজন ধার্মিক আর সেকুলার ?
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৯
156425
বেদনা মধুর লিখেছেন : আমাদের দুর্বলতাও আছে, তাহলো সেকুলারিজম একটি কুফরি মতবাদ তা আমরা মানুষকে এখনও ভাল মতে বুঝাতে পারি নি। আর ওরা সেকুলারিজম ধর্মহীনতা নয় বলে ভুল প্রচার করছে।
207797
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
অনেক পথ বাকি লিখেছেন : ধন্যবাদ । ভালো লাগলো ।
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
156398
বেদনা মধুর লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
207803
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাতে কি???
সমানাধকার!!!!
তারাও এইরকম করে দেখতে পারে।
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
156399
বেদনা মধুর লিখেছেন : সেকুলার মেয়েরা হয়ত করবে। তবে ভাল মেয়েরা তাতে রাজি হবে না। ধন্যবাদ।
207807
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
হানিফ খান লিখেছেন :
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৬
156417
বেদনা মধুর লিখেছেন : বাংলা সন মুসলমানদের সন। এটাকে হিন্দুরা হাইজাক করছে, আর আর কিছু মুসলমান এতে সাহায্য করছে। সেকুলাররা এতে অতি খুশি। কারন সেকুলাররা ইসলাম একেবারেই সহ্য করতে পারে না।
207819
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৮
আঁধার কালো লিখেছেন : পিলাচ । ভালো লাগলো ।
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
156420
বেদনা মধুর লিখেছেন : অনেক ধন্যবাদ।
207835
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
শেখের পোলা লিখেছেন : ওরা বোধ হয় সেকেলে৷ একালেরা হলে পুরুষের হাত উপভোগ করেই ছাড়ত৷
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
156418
বেদনা মধুর লিখেছেন : সেকুলার মেয়েরা এখনো তা উপভোগ করে। তবে ভাল মেয়েরা এখনো বেশি আছে। ধন্যবাদ।
207880
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৮
মাটিরলাঠি লিখেছেন :
তারা আলাদা ব্যবস্থা চাইছে কেন? তাও একটা সেকুলার অনুষ্ঠানে? তার মানে তারা পুরোপুরি সেকুলার হয়ে উঠতে পারেনি। ধিক্‌ ধিক্‌...
১৪ এপ্রিল ২০১৪ রাত ১১:০৬
156515
বেদনা মধুর লিখেছেন : তাদেরকে লীগেরা সেকুলার বানাতে চাচ্ছে।
১০
207894
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৪ এপ্রিল ২০১৪ রাত ১১:০৭
156516
বেদনা মধুর লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১১
207924
১৪ এপ্রিল ২০১৪ রাত ১০:৪২
আহ জীবন লিখেছেন : রাগ করবেন না এটা আপনার উপলব্দি। সত্যিকার ভাবে কি ওরা বুঝতে পারছে। প্রতি বছরই কোন না কোন ঘটনা ঘটছে। ওরা শুনছে তারপর ও যাচ্ছে।
১৪ এপ্রিল ২০১৪ রাত ১১:০৮
156517
বেদনা মধুর লিখেছেন : রা শুনছে তারপর ও যাচ্ছে। এবং মেয়েদের জন্য আলাদা ব্যবস্থার দাবীও তুলছে। তার মানে শান্তি চাইলে ইসলামের ছায়াই আসতেই হবে ইচ্ছাই অথবা অনিচ্ছাই।
১২
207940
১৪ এপ্রিল ২০১৪ রাত ১১:৫৮
সিমপল লিখেছেন : ভাল মেয়েরা ওখানে যায় না ।
১৫ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৫
156544
বেদনা মধুর লিখেছেন : ভাল বানানোর চেষ্টা করতে হবে।
ধন্যবাদ।
১৩
224994
২৩ মে ২০১৪ সকাল ১১:১০
আহমদ মুসা লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File