ঘটনা কি সত্য? এ বছর নাকি নববর্ষ হচ্ছে না?

লিখেছেন লিখেছেন বেদনা মধুর ১৪ এপ্রিল, ২০১৪, ০৯:২৫:৩১ সকাল

কয়েকজন আমাকে ফেসবুকে নববর্ষের শুভেচ্ছা জানালে আমি তাদেরকে বললাম, ঘটনা কি সত্য? এ বছর নাকি নববর্ষ হচ্ছে না? তাদের প্রায় সবাই অবাক হয়ে গেল। বলল, কেন হচ্ছে না? হওয়ার তো কথা ছিল।

















আমার হাসি পেল। নববর্ষ কি মানুষের এগিয়ে আনার জন্য কোথাও চুপ করে বসে থাকে নাকি? সে তো আসবেই। কেও পান্তা ইলিশ খাক বা না খাক নববর্ষ হবেই। এতে এত আয়োজনের দরকার কি? যেন নববর্ষ তাদের আয়োজনের জন্য অপেক্ষায় আছে।

বাংলা সন মুসলমানদের সন। মুসলমানেরা এটির প্রচলন করেছে। কিন্তু মুসলমানেরা জন্য নতুন বছরে খুশি হওয়ার কিছুই নাই। কারণ জীবন থেকে আরো একটি বছর চলে গেল। এই বছরে যে গুনাহ হয়েছে জীবনে তার কথা মনে করে আল্লাহর দরবারে তওবা করে কান্নাকাটি করাই যুক্তি সংগত। কারো জীবন থেকে একটি বছর কমে গেলে সে খুশি হবে নাকি কান্না করবে?

বাংলাসন মুসলমানদের সন। এটি হিজরী সন থেকে নেয়া হয়েছে। কিন্তু আজকাল নববর্ষের আয়োজনে পুজা চলে কেন তা বুঝা গেল না। মুসলমানেরা বছর একটি কমে গেলে কান্না করে তাই বলে কি হিন্দুরা হাসে?

বছরের প্রথম দিনে হিন্দুদের পুজা করলে সমস্যা নাই কিন্তু ইসলামী কোনো আয়োজন করলেই লীগের মাথা গরম হয়ে যায় কেন? ইসলামী অনুষ্ঠান করলে সাম্প্রদায়িক হয়ে যায় কিন্তু পুজা করলে সাম্প্রদায়িক হয় না কেন? ইসলামী অনুষ্ঠান লীগের পছন্দ হয় না, কিন্তু হিন্দুদের পুজা পছন্দ হয় কেন? লীগেরা ইসলামী অনুষ্ঠানকে সাম্প্রদায়িক বলে আর হিন্দু অনুষ্ঠানকে বলে বাঙালি অনুষ্ঠান। কিন্তু কেন?

বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

207491
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৩
হতভাগা লিখেছেন : বাদশা আকবর নাকি বাংলা নববর্ষ চালু করেছিলেন ।

উনি হিন্দু ধর্ম ও ইসলাম ধর্ম মিশিয়ে একটা নতুন ধর্ম দ্বীন - ই - ইলাহীর প্রচলন করেছিলেন ।
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৯
156219
বেদনা মধুর লিখেছেন : হ্যাঁ । তবে তবে এক জ্ঞানী মুসলমানকে দিয়ে কাজ টা করিয়েছিলেন।
207513
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৮
গেরিলা লিখেছেন : ভালো লাগলো পিলাচ
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৯
156220
বেদনা মধুর লিখেছেন : অনেক ধন্যবাদ।
207524
১৪ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৬
মাটিরলাঠি লিখেছেন : এক মুসলমানের সদর দরজার পাশে একটু ফাঁকা জায়গা আছে, সেখানে পাড়ার হিন্দুরা তাদের পুজার বাসী ফুল ও পুজায় ব্যবহৃত সামগ্রী ফেলে যায়। উনি অপছন্দ করলেও নীরবে সহ্য করে যান। কারণ উনি অসাম্প্রদায়িক। কিন্তু উনি যদি একই অধিকারে ঐ জায়গায় গরু কুরবানী দেন, তাহলে হয়ে যাবেন সাম্প্রদায়িক।
১৪ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০০
156221
বেদনা মধুর লিখেছেন : হ্যাঁ তাই । লীগের কাছে ইসলামী অনুষ্ঠান সাম্প্রদায়িক আর হিন্দু অনুষ্টান ভাল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File