নাস্তিকদের বিরুদ্ধে সমস্ত মুসলমানদের ঐক্য কামনা করে আমার পোষ্ট ডিলেট করে দিলাম
লিখেছেন লিখেছেন বেদনা মধুর ১৩ এপ্রিল, ২০১৪, ০৬:৪০:২৭ সন্ধ্যা
হেফাজত জামাত চরমোনাইসহ সমস্ত ইসলামী দল একসাথে নাস্তিক আর সেকুলারদের বিপক্ষে এক হয়ে যান এই কামনা করি। নিজেদের মধ্যে কিছুটা মত পার্তক্য থাকলেও বৃহত্তর সার্থে দীনের স্বার্থে ইসলামের স্বার্থে সব মুসলমানদের একতাবদ্ধ থাকা উচিৎ।
বিষয়: বিবিধ
১২৭৬ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটা আমার মতে একেবারেই সহজ একটি বিষয়। আল্লাহ্ তালা আমাদেরকে দো জাহানে কামিয়াব করুন। যাজাকাল্লাহু খায়রান।
ধন্যবাদ
যিনি উম্মাহর সে আত্মবিশ্বাস ফিরিয়ে আনবেন যা তাদেরকে উজ্জীবিত চেতনায় শুধু সামনে চলার পথ-নির্দেশ করবেন।
যিনি তাদেরকে বলবেন, তোমাদের একটি গর্বিত অতীত ছিলো।
বলবেন, তোমাদের সামনে স্বপ্নভরা একটি ভবিষ্যতও অপেক্ষা করছে।
যিনি তাদেরকে সাবধান করে বলবেন, স্বীয় দীন সম্পর্কে তাদের সীমাহীন অজ্ঞতার কথা, হতাশাব্যঞ্জক গাফলতির কথা।
যিনি তাদের চোখে চোখ রেখে পরিষ্কার করে বলবেন, এই দীন কোনো উত্তরাধিকার নয় বরং তা অর্জন করতে হয়।
হাসিল করতে হয় শাণিত বিশ্বাস দিয়ে, জাগ্রত চেতনা দিয়ে।
মন্তব্য করতে লগইন করুন