এই ছবিটা আমার মায়ের
লিখেছেন লিখেছেন বেদনা মধুর ২৫ মার্চ, ২০১৪, ০৪:৩৭:২১ বিকাল
এই ছবিটা আমার মায়ের এই ছবিটা গাঁয়ের,
এই ছবিটা আমার বোনের নূপুর পরা পায়ের।
এই ছবিটা নদীর ঢেউয়ের এই ছবিটা নীলের,
এই ছবিটা বাড়ির পাশের শাপলা ফোটা বিলের।
এই ছবিটা আঁকা বাঁকা আইলী মেঠো পথের,
এই ছবিটা আমার নানীর নাকে পরা-নথের।
এই ছবিটা দুর্বাঘাসে রোদ্দুরে শিশিরের,
এই ছবিটা লতার ফাঁকে দোয়েল পাখির নীড়ের।
এই ছবিটা বাঁশের সাঁকোর নদীতে লাফ ঝাঁপের,
এই ছবিটা শস্য ক্ষেতে ব্যস্ত আমার বাপের।
এই ছবিটা কাঁশের বনে ফড়িং ওড়াউড়ির,
এই ছবিটা আকাশ ছোঁয়া আমার ভাইয়ের ঘুড়ির।
এই ছবিটা ফুফু খালার ঢেঁকিতে চাল ভাঙার,
এই ছবিটা গোল্লাছুট আর লাটিম-লাটিম দাঙার।
এই ছবিটা শাড়ির আঁচল টান দিয়ে মাছ ধরার,
এই ছবিটা চেরাগ জ্বেলে খোকা খুকুর পড়ার।
এই ছবিটা বটের তলে কান্ত রাখাল ভাইয়ের,
এই ছবিটা একতারা আর ফকির বাউল সাঁইয়ের।
এই ছবিটা গাঁয়ের কাঁচা পথে গরুর গাড়ির,
এই ছবিটা স্বপ্নঘেরা আমার সোনার বাড়ির।
কবিতাটা ভাল লেগেছে তাই কপি করলাম। দুঃখের বিষয় হলো একই কবিটা অনেকের ব্লগে পেয়েছি তাই আসল লেখক কে তা বুঝতে পারলাম না। এর জন্য কেও মাইণ্ড কইরেন না।
বিষয়: বিবিধ
১৯৯৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রকৃতি যেন তার রুপকে ঢেলে দিয়েছে এ বাংলায়
তাইতো ভূলতে পারিনা তাকে,
গায়ের বধূর সাজা রং এ যেন ভূবন হাসে
শশ্য শ্যামলের ফসলে শোভা পায় নদীর বাঁকে
মন্তব্য করতে লগইন করুন