জামাতিরাই এই লীগকে ক্ষমতায় এনেছিল, এর শাস্তি পাচ্ছে জামাত
লিখেছেন লিখেছেন বেদনা মধুর ১২ ডিসেম্বর, ২০১৩, ০৯:০৭:১৫ সকাল
আমার এক বন্ধুকে যখন বললাম দেখছোনি লীগের অবস্থাডা? লেদু সিকদার বানিয়ে মাওলানা সাইদিকে ফাঁসি দিচ্ছে আর কসাই কাদের বানিয়ে কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে দিচ্ছে। এর চেয়ে জঘন্য কাজ আর কি হতে পারে? তখন আমার বন্ধু বলল, এই জামাতিরাইতো লীগকে ক্ষমতার চেয়ার দেখিয়েছিল। তা নাহলে এই লীগ তো বাংলাদেশ থেকে চির বিদায় নিয়েছিল। জামাতিরা লীগকে ক্ষমতায় এনে যে ভুল করেছে এর শাস্তি এরা পাচ্ছে।
তা ছাড়া এই জামাতিদের জন্য আমরা মনে মনে যেরকম একটা আন্তরিক টান অনুভব করি সেরকম কিন্তু এই জামাতিরা কওমিদের জন্য করে না। কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি গতবার বি এন পির আমলেই হয়ে যাচ্ছিল।কিন্তু এই জামাতিরা তা কলে কৌশলে আটকে দিয়েছিল।
তা ছাড়া এই জামাতিরা মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে প্রচারণা চালিয়েছে কওমি মাদ্রাসাকে যেন দান করা না হয়। এই অপরাধের শাস্তি আল্লাহ্ তাদেরকে দিচ্ছেন বলেই আমার মনে হচ্ছে।
তবুও জামাতের নেতাদের মধ্যে যারা নিরপরাধ তাদেরকে লীগেরা ফাঁসি দিলে আমাদের সবার উচিৎ লীগের অন্যায়ের প্রতিবাদ করা।
তা ছাড়া লীগেরাতো জামাত বলেই জামাতের সাথে শত্রুতা করছে না, বরং লীগেরা জামাতের সাথে শত্রুতা করছে মুসলমান বলেই। অর্থাত লীগেরা শুধু জামাতের নয় ইসলামের বিপক্ষে যুদ্ধে লিপ্ত হয়েছে। লীগ আর ইসলাম কখনো এক সাথে থাকতে পারে না। তাই এই মুহুর্তে জামাত আর হেফাজত সহ সব দলের একসাথে থাকা উচিৎ ইসলাম বিদ্ধেষী লীগের মোকাবিলা করা জন্য।
লীগ আর জামাতের মধ্যে যারা নেতাদের দ্বারা প্রতারিত হচ্ছেন তারা আবার চিন্তা করুন। লীগ নেতারা আসলেই মুসলমানের শত্রু কিনা যাচাই করুন। আর জামাত নেতারা আলেম সমাজের শত্রু কিনা তা যাচাই করুন। যাচাই এর পরে আমরা সবাই মুসলমান হয়েই এক সাথে থাকি। এটাই মুসলমানদের আসল সফলতা।
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন