রামাদান কড়চা

লিখেছেন লিখেছেন দ্বিতীয়আলো ১২ জুলাই, ২০১৩, ০৯:২১:০৪ রাত

সকালে খবরের কাগজ হাতে নিয়ে তো চক্ষু চরক গাছ! পিয়াজ, তেল, কাঁচা মাংসের দাম কমে গেছে। হাতিরপুল বাজারে মাছ কিনতে গেলে মাছ বিক্রেতা বলছে “স্যার মাছের দাম খুবই সস্তা। পচা মাছগুলো ফেলে দিয়েছি। শুধু টাটকাগুলো সামনে”। রিকশা করে বাড়ি ফেরার সময় রিকশাওয়ালাকে ভুলে ৫ টাকার নোট বেশী দিয়াছিলাম। বেচারা রিকশাওয়ালা দরজা খটখটিয়ে সেই টাকা ফেরত দিয়ে গেল। গিন্নীকে কোথাও খুঁজে পাচ্ছিনা, অবশেষে দেখি শোবার ঘরে অতি মনোযোগ দিয়ে কুরআন তেলওয়াত করছে - না এটা কোন স্বপ্নের অংশ নয় বরং একটি আদর্শিক রামাদান মাসের কল্পনা মাত্র!

বাস্তবিক রোজার মাস মানেই আমাদের কাছে জিলাপী, হালিম, ছোলা, বুট, পিয়াজু, মুড়ি, বুন্দিয়া, বেগুনি, বিরিয়ানী, তেহারী আরও কত খাবারের সমাহার। রোজা মানেই হল খাবারের রেস্তোরাঁগুলোয় বাহারী খাবারের সম্ভার। রোজা মানেই হল অফিস ফাঁকি দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার অধিকার। রোজা মানেই গাউছিয়া, নিউমার্কেট, বসুন্ধরায় মা বোনদের শপিং। রোজা মানেই বাহারী রাজনৈতিক ইফতারের ছড়াছড়ি।

শয়তানের সাথে আদম সন্তানের পার্থক্য হল শয়তান ১১ মাস কাজ করে আর ১ মাস বিশ্রাম নেয়। আর আমরা আদম সন্তানেরা ১ মাস আল্লাহ্র এবাদত করি আর ১১ মাস বিশ্রাম নেই। রামাদানের শিক্ষার চেয়ে রামাদানের ফজিলত বেশী প্রাধান্য পায়। তারাবীর নামাযে সুন্নত আদায় করতে মুসল্লিরা মসজিদে হুমড়ি খেয়ে পড়ে আর ফজরের নামাযে এমনকি যোহর নামাযে মসজিদগুলো ফাঁকা থাকে। তারাবীর নামাযে ঢেঁকুর তোলারত এবং আধো ঘুমে মত্ত নামাজী দের ঈমানের জোর দেখে বিস্মিত হয়ে যাই। বাক্তিগতভাবে কুরআন পড়ার আগ্রহ যতই কম হোক না কেন, খতম তারাবীর নামাযের বিশেষ ফজিলত আমরা উদ্ভাবন করে নিয়েছি। আমরা মেয়েদের মসজিদে যাওয়াকে ভালো চোখে দেখিনা। অপরদিকে শপিং সেন্টারে যেতে কোন বাধা নেই। ঝকমকে শপিং মলে মুচকি হাসিরত ডামী মডেলের গায়ে লক্ষাধিক টাকা মুল্যের জামার বাহার।

পাড়ার বকুল ভাই সেহরিতে উঠার এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন। প্রতিরাতে দুটি হিন্দী সিনেমা দেখে ভোরে সেহরী করে একবারে ঘুমাতে যান। এতে নাকি সেহরি বা ফজরের নামাজ মিস করার চান্স নাই।

এমন সময় আসছে হয়তো facebook এ like বা share করলে কত সওয়াব হাসিল হয়ে যাবে সে বিষয়ে ফতোয়া পাওয়া যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নাই।

বিষয়: বিবিধ

১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File