হায়রে! কি বাঙ্গালী হলাম মোরা?

লিখেছেন লিখেছেন বাংলার খুদে মানুষ ২৬ জুলাই, ২০১৩, ০৬:৩২:৪৫ সকাল

দেশের অবস্থা এমন হবে জানলে মুক্তিযুদ্ধ করতাম না : কাদের সিদ্দিকীঃ- আমার মনে হয়, জাতি হিসাবে আমরা শুধু হীন নির্লজ্জতাতেই সীমাবদ্ধ রই নাই, আমরা চরম হিংস্র জাতিতে পরিনত হওয়ার দিকে চলে যাচ্ছি, তার এ আফসোস থেকে এটাই বোঝা যায়। তার এ কথা থেকে সহজে একথাও উপলব্দি করা যায় যে, আমাদের পৃতৃপুরুষ রা যে আশা ও লক্ষ্য নিয়ে এ দেশকে স্বাধীন করেছিলেন, সে আশার তার রক্ত মাংস খেতে খেতে এখন আমরা তার প্রানটাও খাওয়া শুরু করে দিয়েছি। আমি এ প্রজন্মের লোক, মুক্তি যোদ্ধের এক বৎসর পর আমার জন্ম্। যুদ্ধ দেখিনি, কিন্তু কি জন্য আমাদের শ্রেদ্ধেয় যোদ্ধারা আমাদের জন্য প্রান বাজি রেখে যুদ্ধ করেছেন সেটা ভালো করে জানি ও বুঝি। বর্তমানে আমারও দেশের অবস্থাদেখে মনে হয় দেশের সকল সুশীল মানুষ মনে হয় মরে গেছে অথবা তারে হাত পা বোধহয় কেউ বেধে রেখে দিয়েছে, না হয় যোদ্ধের ৪২ বৎসর পর এসে আমাদের জন্য প্রানবাজি রাখা মুক্তিযোদ্ধারা এরুপ নিঃস মন্তব্য করবেন এটাতো কোন ক্রমেই হওয়ার ছিল না, আর এটাতো এক দিনেও হয়ে যায়নি।

আর আমার বড় আফসোস এখনো সকল সুশীলরা এখনই একত্রে জাগছেননা দেখে। আমার সন্দেহ সকল সুশীলরা একত্রে অদৌ জাগবেন নাকি? নাকি ওনারা আমাদের জন্য প্রানবাজি রাখা মুক্তিযোদ্ধাদের শেষ প্রানটুকু বেরিয়ে যাওয়ার অপেক্ষায় যে, শেষকৃত্যটি করতে? ছাত্র, জনতা, শিক্ষক, সিপাহীসহ সকল শ্রেনীর জনতার যে যেখানে আছেন সবার প্রতি আমাদের চাওয়া ভয় ও জড়তা ত্যাগ করে স্ব স্ব অবস্থান থেকে অন্যয়ের বিরুদ্ধে পরিশ্রম করুন ন্যায় প্রতিষ্ঠটায়- নিজ ও নিজ উত্তরসুরীদের ভবিষ্যতের জন্য, আমাদের জন্য প্রানবাজি রাখা জীবিত ও শহীদ সকল মুক্তিযোদ্ধাদের ত্যাগের মুল্য ধরে বাখার জন্য, তাদের হৃদয় ও আত্বার আশির্বাদ পাওয়ার জন্য। আর এরচেয়ে ব্যতিক্রম হলে আমার মনে হয় আমরা বিধাতার কাছথেকেও রেহাই পাব না।

গঠনমুলক মন্ত্যব্য দিলে উপকৃত হব।

ভাষাগত ত্রুটি সংশোধনীয়।

বিষয়: রাজনীতি

১৬৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File