শুকনো পাতা আমি
লিখেছেন লিখেছেন শামীম রেযা ১৩ জুলাই, ২০১৩, ০৪:৫০:৩৯ রাত
শুকনো পাতা আমি
প্রতিবাদ জানানোর ভাষা আমার মর্মর ধ্বনি।
কিছুই বলতে পারিনি
যখন আমায় ছুঁড়ে ফেলেছিল এই সুন্দর ধরণী।
আমি নিগৃহীত, আমি জঞ্জাল
মূল্যহীন অপদর্থক, মাড়ায় দস্যুদল।
আমার মাথায় শিশির বিন্দু, স্বরূপ রাজ্যের রাজমুকুট
পেয়েছি অনেক সাধনায়, রাখিব তোমায় মস্তক জুড়ে
গড়িয়ে পড়ে আত্মহত্যা করিল, জানালো
লজ্জিত, অপমানিত সে আমার সহিত সখ্য গড়ে।
হো হো... হাসিয়া চক্ষু কোনে বৃদ্ধাঙ্গুল টানিয়া, নিজেকে বলি
কত বৃষ্টি ফোঁটা এসে কহিল রাখতে,
রাত্রের শিশির ঝড় বলিল আপন করতে
হলুদ পাখি সুধাল ঘর বাঁধতে
হাসিয়া, না বলেছিনু, সময় হয়নি কো,
আসেনি কো রংধনুর সপ্ত রঙ
পুবাকাশে শুকতারা ওঠেনি এখনও
দক্ষিনা হাওয়ায় মাতাল হয়নি সাজানো মনকুঠির।
বিলের পাড়ে ঠাই দাড়িয়ে পদ্মকে দিয়েছিনু বারিধারা,
রাখিনি কিছুই,
অপলক নয়নে তাকিয়ে থাকতাম, সাধ্য ছিল না ছোবার।
সব বন্ধন ছিন্ন্য করে যখন আমি সাধ্যের মধ্যে
তখন আমি শুকনো পাতা।
এক তোলা দাম নেই আমার
আজ দখিনা বাতাসে ধরতে হয় উত্তরের পথ,
পুবাকাশের শুক তারা সুখ বয়ে আনে না কো।
বিষয়: সাহিত্য
২৮১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন