বসন্তের আলোকবর্তিকা
লিখেছেন লিখেছেন শামীম রেযা ১০ জুলাই, ২০১৩, ০২:০৪:০৫ দুপুর
ওগো বসন্ত, কেন এসেছিলে ধরণী পাড়ে কেন গিয়েছিলে ঐ গান মরীচিকার, কেন বেঁধেছিল ঐ ঘর নিরাশার? অকূলে ভাসিয়ে ভেলা, এসেছ তপ্ত বেলা অঝোরে ধারা ঝরিয়ে, কেন ফিরেছ বৈকালে?
স্মরণে সূর্য রাখিয়া তোমারি গমন হয়নি আলোকিত এ জাতি, হয়ে গ্রীষ্মের আগমন কেনই বা গমন, আগমন আর এই প্রত্যাবর্তন? ব্যার্থতার মেঘ ঘনীভূত, কাঁদিছে জাতি চোখে আষাঢ় আসলেও জাগেনি গ্রীষ্মের নিভু বাতি।
প্রতিবার ক্রান্তিকালে, কপালে ভাজ ফেলিয়া হিসেব কষেছিলে পাওয়ার খাতায় শূন্য দেখিয়া কেদেছিলে, অট্টহাসি হাসি হাসিয়া খুলেছিলে দাঁতের পাটি আজই কেবা আমার সম? দেখিয়া চরন চটি।
ভুলিতে বসেছ, অন্ধকারের যাত্রী তুমি অন্ধকারেই এসেছ তোমার আনিত আলোকবর্তিকা তোমাকে ঘিরে দেখিয়েছে গোনা কয়েক, রাস্তা অদূরে কিন্তু, অন্ধকারের সেই জাতি এখনও অন্ধকারে
কে বা কারা, আনিবে সেই আলোক ধারা। বর্ণিল সাজে সাজিয়ে গড়িবে সপ্ন, শরৎ হেমন্ত পাড়িয়া সৃজিবে বসন্ত, অসাধু অমোঘ বর্তিকা হবে শান্ত।
বিষয়: সাহিত্য
১১৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন