বন্ধুদের সাথে একত্রে ছবি তুলা কি হারাম?
লিখেছেন লিখেছেন ইসলাম সম্পর্কে প্রশ্ন উত্তর ১৯ জুলাই, ২০১৩, ১০:৪০:১৬ রাত
বন্ধুদের সাথে একত্রে ছবি তুলা কি হারাম?
সকল প্রশংসা একমাত্র আল্লাহ্র।
নিঃসন্দেহ ভাবে সে সব প্রাণীর ছবি তৈরি করা হারাম যেসব প্রাণীর মধ্যে রুহু আছে। অবশ্যই এটি একটি মারাত্মক পাপ, কারন এই ব্যাপারে হাদীসে কঠোর ভাবে নিষেধ করা আছে, এতে আল্লাহ্র সাথে সমকক্ষতা করা হয়ে থাকে জীবন্ত প্রাণী সৃষ্টির ক্ষেত্রে। আর এইসব ছবি ফিতনার কারন হয়ে থাকে যা শির্কের মত পাপের দিকে ধাবিত করে। যে ছবিটি তুলে, যে ছবি তুলতে বলে, যারা ছবি তুলতে সাহায্য করে সবাই পাপী। কারন তারা পাপ কাজে সাহায্য করছে, যা আল্লাহ্ নিষেধ করেছেন। কুরআনে তিনি বলেছেন:
পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা... [আল-মা’ইদা, আয়াত-২]
যদি ছবি না ছাপার উদ্দেশ্যে তোলা হয় তবে এতে কোন বাঁধা নেই। এবং তা কম্পিউটার বা মেমোরিতে সংরক্ষণ করা যাবে। কিন্তু ছবি কাগজে ছাপানো শির্কের পাপ বলে পরিগণিত হবে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এরূপ ছবি তোলাও শরীয়ত সম্মত নয়, কারণ তা ফিতনার কারণ হবে এবং তা ছেলেদের মধ্যে খারাপ কামনা-বাসনা তৈরি করবে।
আল্লাহ্ আমাদের সফলতা দান করুন, সালাম ও দরূদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ [সা:] এর উপর, তার পরিবার এবং সাথীদের উপর।
https://www.facebook.com/IslamQABangla/posts/555618081141996
https://www.facebook.com/IslamQABangla
বিষয়: বিবিধ
৪৮৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন