রোযা অবস্থায় ইনসুলিন নেয়া যাবে কি? সাধারণত খাবার ১৫-২০ মিনিট আগে এটি নিতে হয়। রমযানে করণীয় কি?

লিখেছেন লিখেছেন ইসলাম সম্পর্কে প্রশ্ন উত্তর ১৮ জুলাই, ২০১৩, ০৮:৫৯:২৬ রাত



আসসালামুয়ালাইকুম। এদেশে প্রচুর ডায়াবেটিস রোগী আছেন যাঁরা আলহামদুলিল্লাহ্‌ সিয়াম পালন করে থাকেন। আমার মা তাঁদের মধ্যে একজন। আমার প্রশ্ন হল রোযা অবস্থায় ইনসুলিন নেয়া যাবে কি? সাধারণত খাবার ১৫-২০ মিনিট আগে এটি নিতে হয়। রমযানে করণীয় কি? উনি দু'বেলা ইনসুলিন নিয়ে থাকেন।

সকল প্রশংসা একমাত্র আল্লাহ্‌র জন্য।

ডায়াবেটিস রোগীদের জন্য সিয়াম (রোযা) বিষয়ে ডাক্তারের অনুমতি নিতে হবে। ডাক্তার অনুমতি দিলে কোন সমস্যা নেই। আর সেটা বিভিন্ন রোগীদের ক্ষেত্রে বিভিন্ন হয়ে থাকে।

আপনার মায়ের ক্ষেত্রে ইনসুলিন নিয়ে সিয়াম পালন করতে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ্‌, যেহেতু তা অবশ্যই নিতে হবে।

সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি তাই মত দিয়েছেন।

আল্লাহ্‌ আমাদের সফলতা দান করুন, সালাম ও দরূদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ [সা:] এর উপর, তার পরিবার এবং সাথীদের উপর|

https://www.facebook.com/IslamQABangla/posts/555048064532331

https://www.facebook.com/IslamQABangla

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File