অনেকেই বলে থাকেন, খাওয়ার মাঝখানে সালাম দেয়া যাবে না। এ ব্যপারে কোন সহীহ্‌ দলিল আছে কি? আমার জানা মতে নেই। দয়া করে রেফারেন্স দিয়ে জানাবেন কি?

লিখেছেন লিখেছেন ইসলাম সম্পর্কে প্রশ্ন উত্তর ১৬ জুলাই, ২০১৩, ০৪:৩৪:২৮ রাত



অনেকেই বলে থাকেন, খাওয়ার মাঝখানে সালাম দেয়া যাবে না। এ ব্যপারে কোন সহীহ্‌ দলিল আছে কি? আমার জানা মতে নেই। দয়া করে রেফারেন্স দিয়ে জানাবেন কি?

সকল প্রশংসা একমাত্র আল্লাহ্‌র জন্য।

'খাওয়ার সময় সালাম নেই' এটি শুধু আমাদের দেশের লোকেরাই বলে এমন নয়। আরবেরাও বলে থাকে 'লা সালাম, আলা তা'য়াম' এবং এর কোন ভিত্তি ইসলামে নেই।

ইমাম আল না'ওয়াঈ [রহ:] আল আদখারে বলেছেন: ঐটার উদাহরণ স্বরূপ, কেউ খাচ্ছে এবং তার মুখে খাবার আছে। কেউ তাকে এই অবস্থায় সালাম দিলে, সে উত্তর পাওয়ার অধিকার রাখে না। কিন্তু, যদি এটা এমন অবস্থায় হয় যে, সে খাচ্ছে কিন্তু তার মুখে কিছু নেই, তাহলে কোন ক্ষতি নেই তাকে সালাম দেওয়ায় এবং তাকে উত্তর দিতে হবে...উক্তি সমাপ্ত।

শায়েখ আব্দুল্লাহ্‌ আল-রহমান আল-সুহাঈম [রহ:] বলেছেন: এই উক্তি মানুষের মাঝে প্রচলিত একটি কথা মাত্র, আর এটি হাদীস নয়। মুসাফা করার অর্থে ব্যাবহার করলে এর অর্থ সঠিক, কিন্তু কারো খাওয়ার সময় শুধু সালাম দেওয়ার ক্ষেত্রে এটি নিষিদ্ধ নয়...উক্তি সমাপ্ত।

আল্লাহ্‌ই সর্বাপেক্ষা ভাল জানেন।

বিষয়: বিবিধ

২১৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File