বউকে অনেক চেষ্টা করে পর্দা করাতে পারছি না, ১ বছর হল দওয়াত দিচ্ছি। এখন করনীয় কি আর, তালাক কখন দিতে হবে?
লিখেছেন লিখেছেন ইসলাম সম্পর্কে প্রশ্ন উত্তর ১৪ জুলাই, ২০১৩, ০৩:৪৮:৩৯ রাত
বউকে অনেক চেষ্টা করে পর্দা করাতে পারছি না, ১ বছর হল দওয়াত দিচ্ছি। এখন করনীয় কি আর, তালাক কখন দিতে হবে?
সকল প্রশংসা একমাত্র আল্লাহ্র জন্য।
কিয়ামতের দিন সকলকে নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। জিজ্ঞাসা করা হবে কেন তোমার স্ত্রী পর্দা করে নি। উত্তর দিতে সক্ষম না হলে জাহান্নামে যেতে হবে।
স্ত্রীকে পর্দা করানোর জন্য নিম্নের পন্থাগুলি পর্যায় ক্রমে পালন করা যেতে পারে।
১. উপদেশ।
২. আদেশ।
৩. বিছানা ত্যাগ।
৪. মৃদু প্রহার।
৫. সালিশ মেয়ের পরিবারকে নিয়ে।
৬. ১ তালাক দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া। আবার কিছু দিন পর তাকে ফিরিয়ে নেওয়া।
তারপরও যদি ঠিক না হয়, তবে; আবার ১ তালাক দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া এবং ৩ মাসিক ঋতু শেষ হয়ে গেলে। তিন তালাক হয়ে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে।
তাই রাসূল [সা:] বলেছেন: তোমরা দ্বীনদার মেয়েকে বিয়ে করে সফলকাম হয়ে যাও।
কিন্তু বর্তমান সমাজে আমরা আধুনিক, শিখিত, রূপবতী মেয়েদেরকেই বেশি পছন্দ করে থাকি। যার ফলে আমরা দুনিয়া এবং আখেরাত দুটিই হারাচ্ছি।
আল্লাহ্ আমাদের সফলতা দান করুন, সালাম ও দরূদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ [সা:] এর উপর, তার পরিবার এবং তার সাথীদের উপর।
https://www.facebook.com/IslamQABangla
বিষয়: বিবিধ
১৯২৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন