একজন মানুষ কিভাবে দাস বা দাসিতে পরিণত হয় ? পুরুষদের জন্য দাসি বৈধ কেন ?

লিখেছেন লিখেছেন ইসলাম সম্পর্কে প্রশ্ন উত্তর ১৩ জুলাই, ২০১৩, ০৯:২৭:০৩ রাত



একজন মানুষ কিভাবে দাস বা দাসিতে পরিণত হয় ? পুরুষদের জন্য দাসি বৈধ কেন ?

সকল প্রশংসা একমাত্র আল্লাহ্‌র জন্য।

কাফেরদের সাথে যুদ্ধের পর, যেই কাফেররা অবশিষ্ট থাকে তারা দাস-দাসীতে পরিণত হয়। মুজাহীদরা এই অবশিষ্ট কাফের দাস-দাসীদের পুরস্কার হিসেবে পেয়ে থাকে।

দাসীদের সমস্ত দায়িত্ব যেহেতু ছেলেরা নিয়ে থাকে, তাই তাদের সাথে সহবাস করাও ছেলেদের জন্য বৈধ, এ ব্যাপারে স্ত্রীরা কোন কিছু বলার অধিকার রাখে না। কারন ইব্রাহীম [আ:] তা করে ছিলেন এবং হাজার এর মাধ্যমে আল্লাহ্‌ তাদেরকে দিয়ে ছিলেন ইসমাঈল [আ:]।

রাসূল [সা:] ও তাই করে ছিলেন, খোলাফায়ে রাশেদীনরাও করে ছিলেন। তাই আলেমদের ইজমা আছে যে, দাসীদের সাথে সহবাস করার বিধানকে কেউ হারাম বলার অধিকার রাখে না।

আল্লাহ্‌ আমাদের সফলতা দান করুণ, সালাম এবং দরূদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ [সা:] এর উপর, তার পরিবার এবং সাথীদের উপর।

বিষয়: বিবিধ

১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File