ধর্ষিত মেয়ে বিয়ে করা সম্পর্কে ইসলামের বিধান কি?

লিখেছেন লিখেছেন ইসলাম সম্পর্কে প্রশ্ন উত্তর ০৯ জুলাই, ২০১৩, ১০:১২:৪২ রাত





ভাই, ধর্ষিত মেয়ে বিয়ে করা সম্পর্কে ইসলামের বিধান কি?

সকল প্রশংসা একমাত্র আল্লাহ্‌র জন্য।

আমাদের অনেকেরই মনে ধারনা আসতে পারে, যেই মেয়েকে ধর্ষণ করা হয়েছে তাকেও কি শাস্তি দিতে হবে? তার অপরাধ কতটুকু?

রাসূল [সা:] বলেছেন: আল্লাহ্‌ আমার উম্মাহ্‌'কে ক্ষমা করে দিয়েছেন তাদের ভুলের জন্য, যা তারা ভুলে গিয়েছে এবং যা তারা করতে বাধ্য হয়েছে...[ইবনে মাজাহ্‌, হাদীসটি সহীহ্‌]

এই হাদীস থেকে বুঝা যাচ্ছে যে, ধর্ষিতা মেয়ের কোন গুনাহ্‌ হবে না, যেহেতু তা তার সাথে করা হয়েছে জোরপূর্বক। তাই ঐ ঘটনার জন্য সে দায়ী নয়।

এরূপ মেয়ের উচিত হবে তার সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য আল্লাহ্‌র কাছে উত্তম প্রতিদান চাওয়া এবং ধর্য ধারণ করা।

আর ঈমানদার যুব সমাজের দায়িত্ব হবে এরূপ মেয়েদের তাড়াতাড়ি বিয়ে করা যেন তারা এর থেকে আর কোন কষ্ট না পায় এবং আরও কোন খারাপ কাজে যেন জড়িয়ে না যায়।

আল্লাহ্‌ যেন আমাদের সফলতা দান করেন। সালাম এবং দরুদ বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ [সা:] এর উপর, তার পরিবার এবং তার সাথীদের উপর।

বিষয়: বিবিধ

১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File