পুড়িয়ে মানুষ মারার পাল্লা আওয়ামী লীগের দিকেই ভারী ।

লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ০৫ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:১২:০১ দুপুর

আসেন এবার তাহলে একটু তার ইতিহাসটা দেখিঃ

১)২০০৪ সালে শেরাটন হোটেলের সামনে বিআরটিসির একটি দ্বিতল বাসে গানপাউডার ঢেলে আগুন দেওয়া হয়, যাতে ১১ জন যাত্রী ‍পুড়ে মারা যান।

শেখ সেলিমের নিজের জবানবন্দীতেই

আছে শেরাটন হোটেলের সামনে গান

পাউডার দিয়ে মানুষ মারবার বয়ান আছে।

২)১৯৯৪ সালে ৪ ডিসেম্বর বিএনপির বিরুদ্ধে আন্দোলনে

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে ১১ জন কে পুড়িয়ে মারা হয়।

৩)১৯৯৬ সালে চট্টগ্রাম বন্দরের তেল বাহী জাহাজে আগুন দেওয়া যাতে পুরো বন্দর জ্বলে যাওয়ার সম্ভবনা ছিল যদি সাথে সাথে আগুন নিয়ন্তনে আনা না হত!!

এইরকম ভুরি ভুরি উদাহরন আছে,

১৯৯৪ থেকে ১৯৯৬ পর্যন্ত কেয়ারটেকার আন্দোলনের নিহত হয় ১২২ জন লোক, যার বেশীর ভাগই লীগের সন্ত্রাসী কার্যক্রমের কারন,

আর গত কয়েকদিনে বিভিন্ন স্থানে যেসব গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করা হয়েছে তার সিংহ ভাগই লীগের কর্মীদের ছত্র ছায়া হয়েছে,

#যাত্রাবাড়ীতে বাসে আগুন দেওয়ার সময় পুলিশ উপস্থিত ছিল ,পুলিস নীরব দর্শকের ভুমিকায় ছিল কেন?

#কুমিল্লাতে বাসে আগুন দেওয়ার সময় ছাত্র লীগের ক্যাডাররা উপস্তিত ছিল,সেখানে ও পুলিশ নীরব দর্শকের ভুমিকায় ছিল,এবং পুলিশ যাত্রীদের সহায়োতায় এগিয়ে আসেনি ও ফাইয়ার সার্ভিসেও কল করেনি।

#এছাড়া দেশের বিভিন্ন স্থানে লীগের ক্যাডার বা তাদের আত্মীয় স্বজনরাই গ্রেপ্তার হচ্ছে আগুন দেওয়ার সময়।

বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করলে কার উপকার হচ্ছে তা এখন দিনের আলোর মত স্পষ্ট।

তাই বাসে আগুন দিয়ে আন্দোলন দমানোর যে নাটক মঞ্চত হচ্ছে তা ও ফ্লপ।

বিষয়: রাজনীতি

১৩২৭ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303109
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৩
রাহমান বিপ্লব লিখেছেন : ধন্যবাদ। আসলেই মানুষ মেরে আন্দোলন জমানো ও আন্দোলনকে নস্যাৎ করতে চাওয়ার মত অমানবিকতা বাংলাদেশে বেকল আ-লীগের মত সাইকোদের দ্বারাই সম্ভব।
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৯
245150
এমডাডুল হক পারভেজ লিখেছেন : ঠিক বলেছেন
303118
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৯
কাহাফ লিখেছেন :
অরাজকতা আর বিশৃংখলা সৃষ্টি করে স্বীয় আখের গোছানোয় ওদের জুড়ি মেলা ভার!
০৫ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৪
245160
এমডাডুল হক পারভেজ লিখেছেন : ভালো বলেছেন
303136
০৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:০২
হতভাগা লিখেছেন : যার আন্দোলন যত চরম সে বাংলাদেশের জনগনের তত পছন্দের
303139
০৫ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪০
সত্যকথা লিখেছেন : এই তথ্যকাগুলোর প্রমাণ আছে আপনার কাছে? থাকলে দিন।
303162
০৫ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৩২
এমডাডুল হক পারভেজ লিখেছেন : শেখ সেলিমের বয়ানের ভিডিও লিংক
https://www.youtube.com/watch?v=i-B0Ui52_Oc

বাকী গুলো্র জন্য Google মামারে জিজ্ঞাসা করেন পেয়ে যাবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File