র‍্যাবের ডিজি বেনজীর আসলে বে-নজীর স্থাপন করেছে মাত্র সতের বছরের একটি শিশুকে ক্রস ফায়ারে দিয়ে!!

লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ২৯ জানুয়ারি, ২০১৫, ০২:৪৬:২১ রাত

১৭ বছরের কিশোরটির কি দোষ ছিল,

যার এখনো শিশুর বয়স পার হয় নি!

র‍্যাবের ডিজি বে-নজীর আসলে বে নজীর স্থাপন করেছে,

মাত্র সতের বছরের একটি শিশুকে ক্রস ফায়ার দিয়ে!!

যারা কথায় কথায় শিশুদের রাজনিতি থেকে দূরে রাখার কথা বলে আজকে তারা কি জবাব দেবে?

এদেশের হলুদ মিডিয়া আর মানবাধিকারের ফেরিওয়ালারা আজকে কি জবাব দেবে?

শুধু মাত্র ভিন্ন মতের কারনে একটি নিস্পাপ শিশুকে রাতের আধারে ঘুম থেকে তুলে নিয়ে ক্রস ফায়ারে দিয়ে দিল!!

বে-নজীর গত কয়েকদিন আগে বলেছেন অস্ত্র কি হাডুডু খেলার জন্য দিয়েছে,

তার হাডুডু খেলার নেশার প্রথম শিকার চাপাই নবাবগঞ্জের নিষ্পাপ কিশোর তুহিন!!,

এর পর গত দুই দিনে আরো তিন জন নিরাঅপরাধ মানুষকে

হত্যা করেছে র‍্যাব ।

এছাড়া গত ১২ দিনে র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন ৮ জন।

এই যেন প্রতিযোগিতা করে হত্যা করছে বেনজিরের অনুসারীরা!!

গত রাত্রে বেনজীরের অনুরারীরা রাজশাহীর অধ্যাপক নুরুল ইসলাম শাহিনকে হত্যা করে, কথিত বন্ধুক যুদ্ধে নিহত হওয়ার কথা বলেছে ,

আচ্ছা এই কেমন যুদ্ধ যেখানে সব সময় গ্রেপ্তার কৃত ব্যাক্তিই নিহত হয়,আর কেউ আহত নিহত হয় না বা তারা গ্রেপ্তার ও হয় না

আর যাদেরকে গ্রেপ্তারের পর কোন রকমের আইন তোয়াক্কা না করে ক্রস ফায়ার দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে এর আগে কোন সাধারন মামলা ও নেয়,

তাহলে এটা ও কি বেনজীর নয়?

বিষয়: বিবিধ

১৩৭৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301979
২৯ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৪৪
তারকা লিখেছেন : ওদেরকে একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে নিশ্চয়ই।।
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৪৩
244306
এমডাডুল হক পারভেজ লিখেছেন : ইশাআল্লাহ
302024
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:৫৯
হতভাগা লিখেছেন : ১৭ বছরের একজন ছেলে শিশু হয় কিভাবে ?

এই বয়সে সে তো মিনিমাম ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ার কথা ! ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে যে তাকে যদি শিশু বলেন তাহলে যারা ক্লাস সিক্স বা সেভেনে পড়ে তাদের কি বলবেন ?

২৯ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪৩
244328
এমডাডুল হক পারভেজ লিখেছেন : আপনি তো জানেনে ই না,
বাংলাদেশের সংবিধানে ১৮ বছর পর্যন্ত শিশু হিসেবে ধরা হয়,
আচ্ছা তাহলে কি আপনি বলতে চাচ্ছেন শিশু না হলে ক্রস ফায়ার করা ঠিক হয়েছে?
০১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৫৮
244602
হতভাগা লিখেছেন : এই সব পোলাপানদের দিয়া অপরাধ করানো হয় বেশী , কারণ বয়সের জন্য প্রাপ্য শাস্তি দেওয়া যায় না । উল্টো সংশোধনাগারে পাঠানো হয় ।

কিন্তু যার যায় সেটা বড়/ছোট যে কারও মাধ্যমে যেতে পারে । সেটা তো আর ফিরে আসবে না ।
302128
৩০ জানুয়ারি ২০১৫ রাত ১২:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : খুনিরা কি কখনওই আইন বা নৈতিকতার ধার ধারে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File