এদেশের সরকারী চাকুরী করার অধিকার একমাত্র ছাত্রলীগেরই আছে!! সরকারী চাকুরী করতে হলে ছাত্রলীগ বিসিএস দিতে হবে কেনো?

লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ১৬ নভেম্বর, ২০১৪, ০১:২৮:০৪ রাত

বাংলাদেশের সরকারী যেকোন চাকুরী করার একমাত্র ছাত্র লীগেরই অধিকার আছে,

কারন এই সংগঠনের হাত ধরে পাকিস্তানিদের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে,

এবং বর্তমানে ও একমাত্র ছাত্র লীগই চ্যাতনার ধারক ও বাহক,

এইস টি ইমাম সাহেব বলেছেন, ছাত্রলীগ কে বিসিএসের লিখিততে পাস করলে ওনারা বাকী ব্যবস্থা করবেন,

আমার কথা হচ্ছে ছাত্র লীগের একটা ছেলে বিসিএস দিতে হবে কেন,

তাদেরকে ছাত্রলীগ সভাপতির এক সাইনে চাকুরীর ব্যবস্থা করতে হবে,

আর দেশের যেকোন বিশ্ব বিদ্যালয়ে ছাত্রলীগের ছেলে ভর্তি হতে হলে

এডমিশন টেস্ট কেন দিতে হবে,

চ্যাতনার কর্মী হিসেবে তাদেরকে কোন টেস্ট ছাড়া ভর্তি নিতে হবে,

জয় ভাই বলেছেন ছাত্রলীগকে আগে নিজেকে গড়তে তাহলে চাঁদাবাজি করতে হবে না,

ভাইয়ের কথার সাথে আমি একমত হতে পারলাম্না,

ছাত্রলীগ কারো কাছ থেকে চাঁদা নেয় না,

তবে মাঝে মাঝে হাত খরছ নিয়ে থাকে,

আমার মতে এদেশের সবার ছাত্রলীগের মত একটি ছাত্র সংগঠনকে তাদের কার্যক্রম চালানোর জন্য হাত খরছ দেওয়া উছিত,

আর অনেকে বলে ছাত্রলীগ নাকি নারীদের সন্মান করেনা,

আসলে ছাত্র লীগ মেয়েদের কে নিজেদের কাছা কাছি রেখে অন্য ছাত্ররা যাতে মেয়েদের দিকে নজর না দিতে পারে,

আর মাঝে মাঝে আমরা তাদেরকে অন্য ছেলেদের কাচ থেকে হেপাজতের জন্য নিজের ফ্ল্যাটে নিয়ে রাখি তাতে দোষের কি আছে,

বিষয়: রাজনীতি

১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File