আওয়ামী লীগের রাজনৈতীক বিচোক্ষনতার কাছে প্রতিপক্ষ টালমাটাল।

লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৪৪:০৯ রাত

আওয়ামী লীগের সাথে বিএনপি জামায়াতের রাজনীতীর তপাত একদম শিয়াল পন্ডিত আর গাদার মাজে যে রকম সেরকম।

সংবিধানের ১৬শ সংশোধনী তথা বিচার পতি অপসারনের ক্ষমতা নিয়ে আওয়ামীলীগ গত দেড় থেকে দুই মাস বিভিন্ন সভা সেমিনারে বলে আসতেছে।

বিএনপি জামায়াতের এত দিন তা নিয়ে কোন মাথা ব্যাথাই নেয়,

কিন্তু যখন আইনটা পাশ হয়ে গেল তখন আসছে হরতাল নিয়ে।

এরকম সব সময়

আওয়ামীলীগের রাজনীতীক কৌশলের কাছে বিএনপি জামায়াত যেন অবুজ শিশু।

আর তারা নাকি লীগের পতন ঘটাবে,

আরে ভাই রাজনীতী হচ্ছে দাবা খেলার মত।

এখানে আপনি প্রতিপক্ষের চাল দেবার আগে আপনি চার পাছ ধরনের চাল মাথায় নিয়ে রাখতে হয়।

যাতে সময় সুজোগ মত কাজে লাগানো যায়।

আওয়ামীলীগ তা খুব ভাল করে যানে।

আর বিএনপি জামায়াত দুই চালে চেক খেয়ে যায়।

আওয়ামী লীগ প্রতি-পক্ষের জন্য ফাদ তৈরি করে রাখে আর বিএনপি তাতে অন্ধের মত যাপ দেয়।

বিষয়: রাজনীতি

১১৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

267258
২১ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:৪৫
দ্য স্লেভ লিখেছেন : আওয়ামী লীগের বিচক্ষনার চাইতেও সরকারী দাপটের কাছে হেরেছে অন্যরা। এত ব্যপক দমন পিড়ন তারা তেমন সহ্য করতে পারেনি। বিএনপি যেহেতু একই রকম,তাই তারা ভেতরে আতাত করে চলছে। তাদের কর্মীরা রুটি ছাড়া আর কিছু না বোঝার কারনে শিথিলতা্ । আগামী ৫ বছর আওয়ামীরা থাকলে বিএনপি শেষ। কিন্তু এই সরকার আমার মতে বহু বছর আকড়ে থাকবে। এরপর তারা যা বলবে সেটাই করে ফেলবে,কেউ বাধা দেবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File