বিচার বিভাগের সতীর্থ হরন।

লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:১১:১৫ রাত

গত কাল এই দেশের ব্যবস্থা তার সতীর্থ হারিয়েছে,

কিন্তু কেউ বুজতেও পারল না তা কিভাবে ঘটে গেল,

বিচারপতিরা এখন এইট পাস, আন্ডার মেট্রিক, অথবা দলীয় মনোনয়নে সাংসদ বনে যাওয়া মূর্খ অথবা গড ফাদার দের ইসারা চলতে বাধ্য,

কারন লীগ বিচার পতিদের লাগাম টেনে ধরেছেন,

এখন সরকারের বিরুদ্ধে বা সরকারী দলের বিরুদ্ধে কোন রায় যাওয়ার সম্ভাবনা থাকলে সেই বিচারপতিকে অভিশংসনের খাতায় পেলে দেওয়া হবে,

আর তাতেই বিচারপতি সরকারের সাথে সারপ্রাইজ সেক্স করতে বাধ্য হবে,

আর তখন নিরপেক্ষ বিচার ব্যবস্থা নিভৃতে কাদবে,

তার সতীর্থ হারানো ভয়ে।

বিষয়: রাজনীতি

১০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File