আওয়ামীলীগে সবাই লুচু তবে সমাজ কল্যান মন্ত্রী একটু বেশী লুচু।

লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ২২ জুলাই, ২০১৪, ১১:৩৯:১৫ রাত

আমীলীগে মোটামোটি সবাই লুছু তবে সমাজ কল্যান মন্ত্রী মহসিন আলী মনে হয় একটু বেশী লুছু,

তিনি মহিলাদের মিষ্টি চেহারা দেখতে ভালো বাসেন,

তাদের সুন্ধর চেহারা ডাকলে তিনি মাইন খান, তাই তিনি তাই মহিলাদের মুখে হিজাব পরতে বারন করেন,

এখন তার নতুন লুচু বানী হচ্ছে যারা যারা পতিতা পল্লী ধ্বংস করেছে তাদের শিরচ্ছেদ করা উচিৎ,

বাহ ভালো তো ভালো না,

এই কথা বলার ওনার অধিকার আছে, কারন তিনি সমাজ কল্যান মন্ত্রী ,

সমাজের সব শ্রেনীর প্রতি তার দায়িত্ব ও কর্তব্য রয়েছে,

একজন পতিতার প্রতি ও তার দায়িত্ব বর্তায়, তাই তিনি একটু তাদের পক্ষ নিয়ে বলেছেন আরকি, এর মাঝে যে ওনার কোন স্বার্থ আছে তা তো বলেননি,

আমার মত দুষ্ট লোকজন শুধু ওনার ভুল খুঁজে যেমন

অনি মাঝে মাঝে পতিতা পল্লীতে যেতেন কেন?

না কিছু না সামাজিক দায়িত্ব বোধ থেকে।

তাদের খোজখবর নিতে?

আর সেই দায়িত্ববোধ থেকে তিনি তাদের যারা উচ্ছেদ করেছে তাদের শীরচ্ছেদ করতে দাবী জানিয়েছেন।

বড় দায়িত্বশীল ব্যাক্তি!

বিষয়: রাজনীতি

১৪৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File