আজকের গোল আলুর রিপোর্টের কাছে আল-কায়েদা,তালেবান সপাই ফেইল।
লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:৫৬:২৫ রাত
কেউ আমারে খেলনা গুলি দিয়া মাইরা হালা,
আজকে গোল আলু এই কি রিপোর্ট করল,
গোল আলুর রিপোর্টের কাছে
আল কায়েদা ফেইল, তালেবান ফেইল, বার্মার বৌদ্ধ জঙ্গিরা ফেইল,
মধ্য আফ্রিকার জঙ্গিরা ফেইল,
এবং আমাদের দেশের একমাত্র সসস্ত্র সংগঠন BAL ও ফেইল,
গোল আলু রিপোর্ট করেছে শিবির নাকি বিশ্বের ২য় বৃহত্তম সসস্ত্র সংগঠন,
আচ্ছা কয় দিন আগে মুরগী কবির বলেছে জামায়াত আম্রিকার ছেয়ে ও শক্তিশালী।
আম্রিকারে খবরদে,তালেবান, আলকায়ে্দার মিশন বাদ দিয়ে,
শিবিরের উপর দ্রোন হামলা ছালাক,
আচ্ছা শিবির যদি ২য় বৃহত্তম হয় তাইলে,
যারা সরাসরি অস্ত্র হাতে সাধারণ ছাত্রদের গায়ে গুলি করে,
যারা শিক্ষকদের গায়ে গুলি করে,
যারা বিশ্ব জিতের গায়ে সরাসরি হামলা করে,
যারা নিয়মিত নিজ দলের মধ্যে কোপাকুপিতে লিপ্ত হয়,
তারা কত নাম্বার,
আচ্ছা গোল আলু কি সারা দেশে একটি প্রমান ও দেখাতে পারবে যেখানে শিবিরের কর্মীদের হাতে অস্ত্র ছিল?
আর বিপরিতে শতশত প্রমান দেখানো যাবে যেখানে ছাত্রলীগের জঙ্গিরা অস্ত্র হাতে প্রতিপক্ষকে গায়েল করছে।
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গাঁজার সাথে আড্ডা আর সাথে চাই প্রথম আলো।
থাইল্যান্ডের এই দলটা ১নং সশস্ত্র সংগঠন ! এদের নাম তো কখনও শুনি নাই ।
২. তালেবান আর ৪ . আল-কায়েদার নাম তো প্রতিদিনই শুনি ।
বেশী শোনার কারণ তারা বেশী গ্যান্জাম করে তাই । তাহলে থাইল্যান্ডের এই দলটার কোন গ্যান্জামের খবর তালেবান/আল-কায়েদার মত এত বেশী বেশী শোনা না গেলেও তারা কিভাবে ১ নং এ আসে ?
পাশের দেশ থেকে গাজা পেয়েছে।
মন্তব্য করতে লগইন করুন