জেএমবি নাটকের গল্প,স্ক্রীপ রাইটার,অভিনেতা,এবং পরিছালক সব সরকারের।

লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:২৫:২০ রাত

জেএমবি নাটকের মূল উত্পাটন

১) যদি কোন দূর্ধর্ষ আসামীকে এক জেলা থেকে অন্য জেলায় নেওয়া হয় অথবা জেল থেকে থানা বা কোর্ট বা অন্য কোথাও নেওয়া হয় তবে যে জেলায় নেওয়া হবে সে জেলার পুলিশ সুপার কে লিখিত ভাবে জানাতে হয়।

একই সাথে র‍্যাব এবং ডিজিআইপি কে ও জানাতে হয়।

এবং সার্বিকভাবে সর্বোচ্ছ নিরাপত্তার ব্যাবস্থা করে তারপর কোন আসামীকে জেল থেকে বের করা হয়।

কিন্তু আজকে যখন জেএমবির শীর্ষ তিন ফাশির আসামী কে কাশিম পুর কারাগার থেকে ময়্মং সিংহ জেলে নেওয়া হচ্ছিল তখন প্রীজন ভ্যানের ড্রাইবার সহ মাত্র চারজন পুলিশ ছিল।

এবং গাজীপুর জেলার পুলিশ সুপার আজকে বিবিসি বাংলায় জানিয়েছেন তাকে এই ব্যাপারে কোন কিছু জানানো হয় নি।

এবং র‍্যাবকে ও জানানো হয়্নি।

আমার প্রশন হল কেন এই লুলচুরি বা কার নির্দেষে এই লুকচুরি নাটক?

২) সাধারনত কোন সড়কের প্রতি কিলোমিটারে ৫০-১০০ গাড়ী থাকে,

কিন্তু ময়মং সিংহ সড়কে যে স্থানে এই ঘটনা গটেছে সেখানে কোন ধর গাড়ি ছিলনা।

এখন আমার প্রশ্ন হল কার নির্দেশে মহা সড়কে ঐ স্থান গাড়ী শুন্য করা হয়েছিল।

৩) ঘটনা ঘটার সাথে সাথে কিভাবে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মী রা আহত দের উদ্ধার কর্তে যায় নাকি তারাই জড়িত ছিল,

তার মানে এটি একটি পরিকলপিত চ্যাতনার নাটক

যার গল্প,স্ক্রীপ রাইটার,অভিনেতা,এবং পরিছালক সব সরকার

বিষয়: বিবিধ

১৩৭৭ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181579
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বাংলাদেশ আজ নাটকের মঞ্চ
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৯
134219
সজল আহমেদ লিখেছেন : ১০০%খাঁটি কথা।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৫
134671
এমডাডুল হক পারভেজ লিখেছেন : ঠিক বলেছেন
181583
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৩৮
সজল আহমেদ লিখেছেন : লিখা চালিয়ে যান সাথেই আছি।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৫
134672
এমডাডুল হক পারভেজ লিখেছেন : দোয়া করবেন
181586
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪১
এমডাডুল হক পারভেজ লিখেছেন : ধন্যবাদ,
সজল ভাই, শাহীন ভাই।
181615
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৪২
শিকারিমন লিখেছেন : এমডাড ভাই সঠিক বলেছেন ।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৬
134673
এমডাডুল হক পারভেজ লিখেছেন : ভাই আমার নামের ব্যাপারে এর কইয়েন্না ,
181637
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২৬
181654
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:২৯
তহুরা লিখেছেন :
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৬
134674
এমডাডুল হক পারভেজ লিখেছেন : মশা মারতে কামান ব্যাবহার
181701
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০২
181756
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৯
এমডাডুল হক পারভেজ লিখেছেন : thanks
181864
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩০
হতভাগা লিখেছেন : বাংলাদেশের মানুষ এ ধরনের নাটক খুব খায় এবং এর পরিচালককেও লাইক করে ।
১০
182191
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৭
এমডাডুল হক পারভেজ লিখেছেন : আসলে বাজ্ঞালি ভাল দর্শক

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File