চ্যাতনার দন্ড প্রদর্শনের দায়ে সাকিব আল হাসান তিন ম্যাচের জন্য নিষিদ্ধ এবং তিন লাখ টাকা জরিমানা।

লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ২১ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:৪৮:১৭ রাত

ছিঃ ছিঃ

এই হল বাংলাদেশের ক্রিকেটার।

আজকে সারাদিন সাকিবেস চ্যাতনার দন্ড প্রদর্শনের কথাটা বিস্বাষ করি নাই।

কিন্তু কিসুক্ষন আগে বিসিবি তাকে তিন ম্যাচ ও তিন লাখ টাকা জরিমানার পর বিশ্বাস করলাম।

এরে তিন ম্যাছ নয় পুরা এক বছরের জন্য নিষিদ্ধ করা উছিত।

সাকিব আল হাসান তিন ম্যাচের জন্য নিষিদ্ধ।

এবং তিন লাখ টাকা জরিমানা।

বিষয়: বিবিধ

১২৪৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180355
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সাকিবের অশালীন আচরণে বিমূঢ় আমরা সবাই। কিন্তু কথা হলো এই সাকিব যখন জয় পীরের পাসে বসে মাদ্রাসা শিক্ষার প্রভাব কমানোর বক্তব্যকে সমর্থন করেছে তখন থেকেই আমি এই সাকিবকে টেলিভিশনের সামনে দেখলেই বলি "দূর বিটা হরিয়া মর "
180357
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৪
এমডাডুল হক পারভেজ লিখেছেন : খ্যাতির মোহে তার এই অবস্থা।
180371
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৪
হতভাগা লিখেছেন : সাকিবকে শুরুতে একেবারেই পছন্দ হত না তার ব্যাটিং স্টাইলের কারণে ।

পরে তার উত্তরোত্তর সাফল্যে বাধ্য হলাম পছন্দ করতে । ছেলেটা ভালই করছিল ।

কিন্তু অল্প বয়সে খ্যাতি মানুষকে ডেম কেয়ার করে তোলে । এটা দমন করা একেবারেই কঠিন ।

সাকিব এ ব্যাপারে একেবারেই ব্যর্থ ।

সাকিবের বোঝা উচিত ছিল যে, যেভাবে সে এ কাজটা করেছে তা কিন্তু এতক্ষণে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে । এটা দেখে বাংলাদেশীরা যারা তাকে নিয়ে গর্ব বোধ করত তাদের লজ্জায় মাথা নত হয়ে যাবে আর এন্টি বাসংলাদেশীরা এটাকে কোট করে জায়গা মত ক্যাশ করবে ।

সাকিব অনুতপ্ত হয়ে জরিমানা খেয়ে হয়ত মাঠে ফিরে আসবে । কিন্তু সেই দর্শকদেরকে কি পাবে যারা তার জন্য এক সময় গলা ফাটাতো ? সে কি একবারের জন্যও ভাবে নি যে এরা সাইবার জগতে অন্যদেশের সমর্থকদের কাছে সাকিবকে নিয়ে যে গর্ব করে কথা বলতো , এখন এই কাজে মাথা তুলে কথা বলতে তাদের বেগ পেতে হবে ?

সাকিব সহ বাংলাদেশের সকল দেশের প্রতিনিধিত্বকারীদের বিহেবিয়ার ট্রেনিং দেওয়া উচিত ।
180374
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩০
সালমান আরজু লিখেছেন : সাকিবের ঐ প্রদর্শনীর কোন ছবি থাকলে আপলোড করেন, প্লিজ।
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
133288
অজানা পথিক লিখেছেন : নীচে দেখুন
180377
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৩৭
সালমান আরজু লিখেছেন : ইউটিউবের এই লিংকে পাওয়া যাবে।
সাকিবের লজ্জা
180378
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪০
অজানা পথিক লিখেছেন :
180379
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪১
অজানা পথিক লিখেছেন : যে ছবি তুললো তার কি হওয়া উচিৎ?
180392
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ক্যামেরা নিয়ন্ত্রনকারিও কম দায়ি নয়। ড্রেসিং রুমে বিশ্রামরত কাউকে এভাবে উত্যক্ত করলে এই প্রতিক্রিয়া হতেই পারে।
180431
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:১৯
সজল আহমেদ লিখেছেন : চ্যাতনায় বিভোর চাকিপ
১০
180477
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০৯
প্যারিস থেকে আমি লিখেছেন : সব চেতনা বিশ্বাসী।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File