এইযে মডারেটর সাহেপ আমার দিকে একটু চাহেন।
লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৬:২১ রাত
জনাব, মডারেটের সাহেব।
আমি আপনার ব্লগের একান্ত অনুগত ও বাধ্য একজন ক্ষুদ্র ব্লগার।
আমার লেখা গুলো দেখে আপ্নি আমাকে ব্লগার বলবেননা।
তবু আমি আপনার ব্লগে থেকে গুনি জ্ঞানি ব্লগার দের কাছ থেকে শেখার চেস্টা করি।
আর মাযে মাযে নিজে ও কিছু লেখার চেস্টা করি।
প্রিয় মডারেটর আমার একান্ত ভূলের কারনে আমি আপনার ব্লগে প্রথম যখন একাঊন্ট খুলি আমার নামের বানান ভুল হয়ে গেছে।
আমি পনেটিক্স লিখার কারনে আমার নামের দ এর স্থানে ড হয়েগেছে।
এখন এই সমস্যার সমাদান একমাত্র আপনি করে দিতে পারেন।
অতএব সবিনয় নিবেদন এইজে আমার উক্ত সমস্যার কথা চিন্তা করে আমার নামের ভূলটি সংশোধন করে বাধিত করবেন।
ইতি আপনার একান্ত
ব্লগার এমদাদুল হক।
বিষয়: বিবিধ
১১০৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিবেচনা যোগ্য।
মন্তব্য করতে লগইন করুন