এইযে মডারেটর সাহেপ আমার দিকে একটু চাহেন।

লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৬:২১ রাত

জনাব, মডারেটের সাহেব।

আমি আপনার ব্লগের একান্ত অনুগত ও বাধ্য একজন ক্ষুদ্র ব্লগার।

আমার লেখা গুলো দেখে আপ্নি আমাকে ব্লগার বলবেননা।

তবু আমি আপনার ব্লগে থেকে গুনি জ্ঞানি ব্লগার দের কাছ থেকে শেখার চেস্টা করি।

আর মাযে মাযে নিজে ও কিছু লেখার চেস্টা করি।

প্রিয় মডারেটর আমার একান্ত ভূলের কারনে আমি আপনার ব্লগে প্রথম যখন একাঊন্ট খুলি আমার নামের বানান ভুল হয়ে গেছে।

আমি পনেটিক্স লিখার কারনে আমার নামের দ এর স্থানে ড হয়েগেছে।

এখন এই সমস্যার সমাদান একমাত্র আপনি করে দিতে পারেন।

অতএব সবিনয় নিবেদন এইজে আমার উক্ত সমস্যার কথা চিন্তা করে আমার নামের ভূলটি সংশোধন করে বাধিত করবেন।

ইতি আপনার একান্ত

ব্লগার এমদাদুল হক।

বিষয়: বিবিধ

১১০৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

180043
২০ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৩২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মডারেটর বিষয়টা দেখবেন বলে আশা করি।
180069
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:০২
অজানা পথিক লিখেছেন : Love Struck
180095
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০২
সজল আহমেদ লিখেছেন : আমি আশাকরি মডারেটর সাহেব আপনার সমস্যার সমাধান করবে।
180111
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:১১
প্যারিস থেকে আমি লিখেছেন : বিষয়টি বিবেচনার জন্য মডুদের দৃষ্টি আকর্ষন করছি।
180119
২১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২৫
শিকারিমন লিখেছেন : বড়ই মানবিক আবেদন।
বিবেচনা যোগ্য।
180225
২১ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৫১
বিডি রকার লিখেছেন : আমিও নাম পরিবর্তন করতে চাই ... কি করুম ?? Sad

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File