ব্যালট বাক্সের কাছে চ্যাতনার বাক্সের পরাজয়।

লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:৫৭:৫৭ দুপুর

লীগের হলুদ বাক্স গুলো বিএনপি জামায়াত বিরুদ্ধ্যে এত অপপ্রছার চালানো সত্বেও জনগন ব্যালট বাক্সে বিএন্পি-জামায়াতকেই বেছে নিয়েছে।

আসলে শত জুলুমনির্যাতনের,

জামায়াত কে জনগন তাদের হৃদয়ের মনি কোঠায় স্থান দিয়েছে।

তবে জামায়াত আরো কয়েকটি তে জিততে পারতো,

কিছু কিছু আসনে জামায়াত কে লীগ ইচ্ছাকৃত ভাবে হারিয়ে দিয়েছে।

আর যেসব জায়্গায় হেরেছে তাতে অল্প কিছু ভোটের পার্থক্য ছিল।

বিষয়: বিবিধ

৯৮৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

179847
২০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৮
শিশির ভেজা ভোর লিখেছেন : রাজাকার সারাজীবন রাজাকার Big Grin
179848
২০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৬
তাবাসসুম তাহরিমা লিখেছেন : বানিজ্যিকভাবে যে 'চেতনা' দেশজুড়ে বিতরণ করা হয়েছে, তা জাতির বিবেক গ্রহণ করে নি। নির্বাচনের ফলাফল বাকশালীদেরকে তা দেখিয়ে দিয়েছে।
179851
২০ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৪
হতভাগা লিখেছেন : বাস্তবতা সাক্ষী

চেতনাবাজরাই আজ বিজয়ী :

০৫.০২.২০১৩ থেকে ১২.১২.২০১৩ = কাদের মোল্লার যাবত জীবন টু ফাঁসি

জুন-জুলাইয়ে পাঁচ পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে পরাজয়ের পরও জাতীয় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File