দুই দলের বলির পাঠা জামায়াত

লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ১৭ জুলাই, ২০১৩, ১০:৪২:৩২ রাত

যুদ্ধা অপরাধ মামলায় জামাতের একে একে শীর্ষ নেতাদের শাস্তি হচ্ছে,

কিন্তু বিএনপির ও তো দুইজন যুদ্ধা অপরাধী আছে,

তাদের মামলার উন্নতি হয় না কেন?

বা তাদের ব্যপারে সরকারের মন্ত্রী-এম্পিদের ও কোন উচ্ছ বাক্য শোনা যায় না কেন?

শুনলাম আওয়ালীলিগ- জামায়াত আঁতাত হয়েছে,

কিন্তু জামায়াতের শীর্ষ নেতাদের ঠিকই শাস্তি হয়েছে।

এখন প্রস্ন নাকি আঁতাতটা আওয়ামীলীগ আর বিএনপির মধ্যে হয়েছে।

না হলে

তারেকের দুর্নীতির খবর কে না জানে,

কিন্তু তারেককে তো একটি মামলায় ও শাস্তি দেওয়া হল না।

আরেকটি কথা বিএনপির হরতাল বা যেকোন কর্মসূচি জামায়াত

সমর্থন তো দে তার পর রাজ পথে বাস্তবায়ন করে দে,

কই বিএনপিকেতো জামায়াতের জন্য একবারও মাঠে নামতে দেখলাম না।

তার মানে এটা স্পষ্ট দুই প্রধান বড় দল ক্ষমতার পালা বদলে

নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য জামায়াত কে বলির পাঠার মত ব্যবহার করতেছে।

বিষয়: বিবিধ

১১২৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File