বিচারকের বিচার!!

লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ১৫ জুলাই, ২০১৩, ০৪:৩৯:৫৬ বিকাল

সময় যখন ২০২১

এই গত বছর লেডী হিটলারের বিচার শুরু হয়েছে।

বয়স যখন ৮৫

তার অনুসারীর দাবি করছে একজন ‪#‎বয়োবৃদ্ধ‬ মহিলাকে এই সময়ে জেলে রাখা,

কিন্তু কি করা পাপ তো বাপ কে ও ছারেনা,

আজকে তার বিচারের রায় হল

তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমানিত হয়েছে,

*একটি আল্লামা সাইদিকে বিচারের নামে প্রহসন করে ফাঁসির রায় দেওয়ার পরবর্তী ‪#‎গনহত্যা‬,

*আরেকটি ‪#‎হেফাজতে‬ ইসলামের উপর গনহত্যা,

দুইটির জন্য তার মৃত্যুদণ্ড হয়েছে,

কিন্তু আদালত তার বয়সের কথা চিন্তা করে তাকে ‪#‎আজীবন‬ সশ্রম কারা দণ্ড দিয়েছে।

এইদিকে শাহবাগে গনহত্যার বিচারের দাবিতে জেগে উঠা গনজাগরন মঞ্চ থেকে জামাত-শিবির এই রায় কে প্রত্যাখ্যান করেছে,

তাদের দাবী তাকে ফাঁসিতে জুলিয়ে রায় কার্যকর করা,

শেষে আর কি করা জামাত- শিবিরের আন্দোলনের চাপে আদালত তাকে ফাঁসিতে ‪#‎ঝুলাইয়া‬ রায় কার্যকর করল।

এরকম একটা সময়ের জন্য অপেক্ষা আছি

বিষয়: বিবিধ

১১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File