মালালা
লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ১২ জুলাই, ২০১৩, ১১:২৫:৫২ রাত
ইরাকের রক্তাত শিশুর ছবি কে না দেখেছে,
মার্কিনীরা আফঘানিস্তারে হামলা করে কত লাখো শিশু হত্যা করেছে,
পঙ্গু হয়েছে আছে আর হিসেবের বাইরে,
মায়ানমারে সামরিক জান্তারা শত শত শিশু হত্যা করেছে,
বন্ধ করে দিয়েছে তাদের সকল মৌলিক অধিকার,
এছাড়া চেচনিয়া, বছনিয়া, চীনের উইঘর,সিরিয়া,বা
পাকিস্তানে ডোন হামলা করে কত লক্ষ লক্ষ মালালা মারা গেছে,
তাদের খবর কি কেউ নিয়েছে,
তাদের কি মানবাধিকার নেয়,
আমি মালালা নামে আমেরিকার #দালাল কে নিয়ে বলছি।
কথিত তালেবান হামলার পর,
উন্নতমানের #চিকিৎসা, উন্নত বিশ্বে পরা লেখা,
আরো কত কি,
উপরের যারা আমেরিকা বা তার দোসরদের হাতে মারা গেছে বা নির্যাতিত হয়েছে
তাদের খবরকি কেউ রাখে,
নাকি তারা পেরেছে জাতিসংঘ গিয়ে ভাষণ দিতে,
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন