মৌলবাদীদের আবার কিসের ক্ষমতা?

লিখেছেন লিখেছেন এমডাডুল হক পারভেজ ০৯ জুলাই, ২০১৩, ১০:৩৩:৫৯ রাত

গত দিন মিশরের প্রথম গনতান্তিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে থুমকো অভিজোগ এনে নব্য ফেরাউনের দ্রোহিত্ররা ক্ষমতাচূত করেছে।

এটার কারন বিশ্ব মোড়ল আমেরিকার মুখোস উন্মোচিত হল।

বিশ্ব মোরল আমেরিকার প্রেসিডেন্ট মাত্র ৫১.১% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে,

আরেক সাম্রাজ্যবাদী রাষ্ট্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মাত্র ৩৬% ভোট পেয়ে অন্য দলের সাথে এক হয়ে কোয়ালিশন সরকার গঠন করেছে,

বারাক ওবামা প্রিসিডেন্ট হওয়ার পর আমেরিকার মোট ঋণ করেছে এখন পর্যন্ত ১৬ টিলিয়ন,

বেকারত্ব বেরেছে প্রায় ৩১%,

এছাড়া ইরাক, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের সাথে যুদ্ধের কারনে জনগনের কাছে তার আস্থা এখন

৪০% এর নিচে,

আরো কত ব্যর্থতা,

এসব ব্যর্থতার কারনে তার বিরুদ্ধে অকুপাই অয়াল স্ট্রিটের মত জোরাল আন্দোলন হয়েছে,

এখন আশা যাক মিশরের দিকে

জনাব মুরসি ৫১.৭% ভোট পেয়ে নির্বাচিত হয়েছে,

মাত্র স্বৈর শাসক থেকে দেশকে বিপ্লবের মাধ্যমে মুক্ত করেছে,

কিন্তু বিশ্ব মোরলদের আর সইলনা,

সাধারন একটি আন্দোলনের দোহায় দিয়ে

বিশ্ব মোড়ালরা মুরসিকে ক্ষমতা থেকে সরে যেতে বলল,

এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর মাধ্যমে অভুথ্যান করিয়ে তার পতন ঘতানো হল।

কিন্তু কই আমাদের বিশ্ব মোড়ল মিস্টার বারাক ওবামা এত ব্যর্থতার পরেও তো পদত্যাগ করেনি,

বা আমেরিকার সেনাবাহিনী তার কাছ থেকে ক্ষমতা চিনিয়ে নেয়নি,

ওনারা পদত্যাগ করবেননা

কারন ওনারা গনতান্তিকভাবে নির্বাচিত হয়েছে,

চার বছর পর্যন্ত তার ক্ষমতায় থাকা সাংবিদানিক অধিকার,

কিন্তু মুরসির ক্ষেত্রে কেন ভিন্ন?

এর একটাই উত্তর মুরসি একজন মৌলবাদী মুসলিম,

বিষয়: আন্তর্জাতিক

১০৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File