রাসুলুল্লাহ সাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম এর রওযা মোবারক নিয়ে ষড়যন্ত্র (!)

লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ০২ সেপ্টেম্বর, ২০১৪, ০২:২৯:০৪ দুপুর

সৌদী আরবের একজন একাডেমিশীয়ান তার ৬১ পৃষ্ঠার পরামর্শ পত্রে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি আসসাল্লাম এর রওযা মোবারক জান্নাতুল বাকির অজ্ঞাত স্থানে স্থানান্তরের পরামর্শ দিয়েছে। যুক্ত রাজ্যের ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা ২রা সেপ্টেম্বর, ২০১৪ অনলাইন ভার্সনে এ রকমই সংবাদ দিয়েছে।

এই পরামর্শ পত্রটি এখন মসজিদে নববীতে সবার কাছে ছড়িয়ে দেয়া হয়েছে। পত্রিকাটিতে দাবী করা হয়, কট্টরপন্থি সৌদী ওলামাদের অনেকেই এই মাজারটিকে কেন্দ্র করে শিরকের প্রচলন বন্ধের আহবান জানিয়ে আসছিলেন। পরামর্শ পত্রটিতে বলা হয়, তার কবর জান্নাতুল বাকীতে সরিয়ে নিয়ে, কবরের স্থানকে মসজিদের মধ্যে অন্তর্ভুক্ত করা হলে এই সমস্যার ইতি ঘটবে।

সারা বিশ্ব যখন ইরাক-সিরিয়া সমস্যা নিয়ে ব্যাস্ত তখনই এটা করার উপযুক্ত সময়। অবশ্য সৌদী রাজপরিবারের পক্ষ্য থেকে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

এখানে উল্লেখ্য রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লামের মৃত্যু যেখানে ( উম্মুল মুমেনীন হযরত আয়শা রাজি আল্লাহু আনহা এর কামরা) হয়েছিল, আর সকল নবী রসুল দের ব্যাপারে এটাই শরীয়তের রীতি।

জানিনা মুসল্মানেরা এখন নতুন কোন সংকটের দিকে ধাবিত হচ্ছে। হে আল্লাহ আমাদের সকল মুসলমানকে সিরাতুল মুস্তাকিম প্রদর্শন করুন এবং তাতে কায়েম রাখুন। আমীন।

বিষয়: বিবিধ

১৮৪৪ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260753
০২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৩১
মোতাহারুল ইসলাম লিখেছেন : মূল নিবন্ধ নীচের লিংকেঃ
Click this linkClick this link
260765
০২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩০
কাহাফ লিখেছেন : এমন করা শরিয়ত সমর্থিত নয়,ক্বেয়ামত নিকটে বলেই কি এতো সন্নিকটে...? আল্লাহ ইসলাম ও মুসলিমদের হেফাযত করুন.......।
০২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৮
204593
মোতাহারুল ইসলাম লিখেছেন : আমীন।
260772
০২ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৪
শাহাবউদ্দিন আহমেদ লিখেছেন : কতটুকু সত্যি বুঝে আসছে না।
০২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২২
204595
মোতাহারুল ইসলাম লিখেছেন : টুইটারে আব্দুররহীম নামে একজন এটাকে শিয়াদের প্রচারণা বলে দাবী করেছেন। আল্লাহ সর্বজ্ঞ।
260779
০২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১২
প্রবাসী মজুমদার লিখেছেন : এত বিস্মিত হবার কিছু নেই। খামোখা এটা নিয়ে আতংক সৃস্টি করা বৈ কিছুই নয়। রাসুল সা এর কবর সুরক্ষিত বলেই মাজারপন্থীরা এটিকে ওহাবীর দেশ বলে। এটিকে জান্নাতুল বাকীতে স্থানান্তরিত করলে জান্নাতুল বাকীও তখন জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে। কাজেই নবীর ইচ্ছামত নবীকে য়েখানে রাখা হয়েেছে এটি নিয়ে দ্বিমতের কোন কারণ নেই। যুক্তির অবতারণার ও সুযোগ নেই। বড় কথা হল, আল্লাহ তার হাবীবের দায়ীত্ব নিয়েছেন্ এ বিশ্বাসে ফাটল ধরানো যাবেনা।

সৌদি সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটি একটি আন্তর্জাাতিক চক্রান্ত। আমরা বিষয়টি বুঝতে হবে।
০২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৪
204597
আবু নাজিব লিখেছেন : সহমত
০২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৮
204624
সাদিয়া মুকিম লিখেছেন : Praying Praying Praying
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০১
204650
মোতাহারুল ইসলাম লিখেছেন : আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনার সাথে সহমত পোষণ করছি।
260802
০২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০৮
ইমরান ভাই লিখেছেন : ইনশাআল্লাহ ওরা কিছুই করতে পারবে না ভাই। ধয্য ধরুন।
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
204652
মোতাহারুল ইসলাম লিখেছেন : ঘটনা বা প্রচারণা, সবই শেষ যুগের ইঙ্গিতবাহী।
260815
০২ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৪৮
সাদিয়া মুকিম লিখেছেন : হে আল্লাহ আমাদের সকল মুসলমানকে সিরাতুল মুস্তাকিম প্রদর্শন করুন এবং তাতে কায়েম রাখুন। আমীন। Praying
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
204653
মোতাহারুল ইসলাম লিখেছেন : আমীন, সুম্মা আমীন।
260838
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:১১
মামুন লিখেছেন : I do agree with PROBASI MOJUMDAR Vai.
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৪
204704
মোতাহারুল ইসলাম লিখেছেন : This is the age of fitnah, we need to be very careful, it seems coming of Mahdi and dajjal is very near.
260841
০২ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২২
আজিম বিন মামুন লিখেছেন : আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন তাই বলে এ ব্যাপারে চুপ থাকবেন না।কোন ভয় নেই জালিমদের বিপক্ষে আল্লাহর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গযব ই যথেষ্ট।তাঁর রক্ষনাবেক্ষনের দায়িত্ব স্বয়ং বিশ্বপ্রভুর।
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০৪
204705
মোতাহারুল ইসলাম লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান।
261035
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:১১
টাংসু ফকীর লিখেছেন : অনেক ধন্যবাদ
০৩ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৬:৪৩
204903
মোতাহারুল ইসলাম লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান।
১০
261227
০৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫০
আহমদ মুসা লিখেছেন : প্রবাসী মজুমদার ভাইয়ের সাথে আমিও একমত।
০৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৭
205623
মোতাহারুল ইসলাম লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা যে হলুদ সাংবাদিকতা, সেটা এখন পরিস্কার।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File