হীরক রাজার দেশে!

লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ১৫ আগস্ট, ২০১৪, ০৫:২২:২৫ বিকাল

'হীরক রাজার দেশে' সত্যজিৎ রায়ের একটি ধ্রুপদী চলচ্চিত্র, যেখানে রূপকথার সাহায্যে স্বৈরাচারী শাসকের চরিত্র চিত্রিত হয়েছে। ছবিটি যারা দেখেছেন, তাদের নিশ্চয়ই মনে আছে, হীরক রাজার সভাকবি ছন্দে ছন্দে অনেক শ্লোক লিখতেন আর তার অনেকই ছিল ফরমায়েশি। একট শ্লোক এমন ছিল,

" লেখা পড়া করে যে,

অনাহারে মরে সে।"

আর হীরক রাজার একটি সংলাপ ছিল,

" যে যত বেশী পড়ে,

তত বেশী জানে,

তত কম মানে।"

আর এ কারনেই তিনি তার শিক্ষা মন্ত্রীর মাধ্যমে পাঠশালা বন্ধ করে, জনসাধারণের শিক্ষা গ্রহণের সুযোগ বন্ধ করে দিয়েছিলেন, কারন তিনি জানতেন, মূর্খ জনগোষ্ঠী কে নিজের খেয়াল খুশি মত নিয়ন্ত্রণ করা যায়।

মূলতঃ দুই উপায়ে, জনগণ কে শিক্ষা বিমুখ করা যায়,

১। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মাধ্যমে

২। লেখা পড়া ছাড়াই ছাত্র-ছাত্রীদের পাশ করিয়ে দিলে।

আমাদের দেশে বর্তমানে দুইটি তৎপরতাই লক্ষণীয়।

প্রথমটি মাদ্রাসা শিক্ষা বন্ধের হুমকির মাধ্যমে আর দ্বিতীয়টি হলো অধিক হারে ছাত্র-ছাত্রীকে পাশ করানো আর সবাইকে দিয়ে ভালো ফল করানো, যাতে করে প্রকৃত ভালো ছাত্ররা জ্ঞানার্জনে আগ্রহ হারিয়ে ফেলে।

এর মাধ্যমে সার্টিফিকেট ধারী অশিক্ষিত জাতি উপহার দেয়া সম্ভব।

আর কে না জানে, অশিক্ষিত জাতিকে হীরক রাজার কায়দাই শাসন করা যায়।

( বিঃ দ্রঃ প্রকৃত মেধাবী, অধ্যবসায়ী, পরিশ্রমী শিক্ষার্থীরা এ লেখার আওতামূক্ত। তাদের প্রতি শুভেচ্ছা রইল।)

বিষয়: বিবিধ

৩৪৯৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

254588
১৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৮
আহ জীবন লিখেছেন : সুপার সুপার সুপার, এক্সিলেন্ত উপমা।
১৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৮
198330
মোতাহারুল ইসলাম লিখেছেন : ধন্যবাদ।
254589
১৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৪
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ভাইরে... নাহিদ সাব তো একদিন আগে প্রশ্ন দিলেও পরীক্ষা নিয়েছে। কিন্তু আরেক মন্ত্রী মুহসিন সাব তো ক্লাস এইট ফেল করেও বি.কম পাশ দাবী করে।
১৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৮
198332
মোতাহারুল ইসলাম লিখেছেন : এই শিক্ষা ব্যবস্থাতে এটা অবশ্যই সম্ভব।
254591
১৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৩৮
কালো পাগড়ী লিখেছেন : আসলে দেশটা আবুলে রাবিশে আর খবিশে ভইরা গেছে।
১৫ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪০
198334
মোতাহারুল ইসলাম লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ।
254628
১৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
সুন্দরের আহবান লিখেছেন : ধন্যবাদ
১৫ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
198372
মোতাহারুল ইসলাম লিখেছেন : যাযাকাল্লাহ খায়রান।
254660
১৫ আগস্ট ২০১৪ রাত ০৮:৫৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : দেশে যখন পরীক্ষার আগে প্রশ্নপত্র পাওয়া যায় তখন ছেলেমেয়ের পিছনে এত অর্থকড়ি অপচয় করার কি দরকার ?
১৫ আগস্ট ২০১৪ রাত ১০:০৪
198437
মোতাহারুল ইসলাম লিখেছেন : আপনি অযৌক্তিক কিছুই বলেননি। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
256926
২২ আগস্ট ২০১৪ রাত ১২:৪৪
বৃত্তের বাইরে লিখেছেন : ভাল উপমা দিয়েছেন। যদু মদু টাইপ ছাত্র ছাত্রীরাও এখন শুনি এ প্লাস পায়। নকল বন্ধ করতে প্রশ্নপত্র ফাঁসের ব্যবস্থা করা হয়েছে কিনা কে জানে! ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৮:৫৮
201300
মোতাহারুল ইসলাম লিখেছেন : যাযাকাল্লাহ খায়রান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File