হীরক রাজার দেশে!
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ১৫ আগস্ট, ২০১৪, ০৫:২২:২৫ বিকাল
'হীরক রাজার দেশে' সত্যজিৎ রায়ের একটি ধ্রুপদী চলচ্চিত্র, যেখানে রূপকথার সাহায্যে স্বৈরাচারী শাসকের চরিত্র চিত্রিত হয়েছে। ছবিটি যারা দেখেছেন, তাদের নিশ্চয়ই মনে আছে, হীরক রাজার সভাকবি ছন্দে ছন্দে অনেক শ্লোক লিখতেন আর তার অনেকই ছিল ফরমায়েশি। একট শ্লোক এমন ছিল,
" লেখা পড়া করে যে,
অনাহারে মরে সে।"
আর হীরক রাজার একটি সংলাপ ছিল,
" যে যত বেশী পড়ে,
তত বেশী জানে,
তত কম মানে।"
আর এ কারনেই তিনি তার শিক্ষা মন্ত্রীর মাধ্যমে পাঠশালা বন্ধ করে, জনসাধারণের শিক্ষা গ্রহণের সুযোগ বন্ধ করে দিয়েছিলেন, কারন তিনি জানতেন, মূর্খ জনগোষ্ঠী কে নিজের খেয়াল খুশি মত নিয়ন্ত্রণ করা যায়।
মূলতঃ দুই উপায়ে, জনগণ কে শিক্ষা বিমুখ করা যায়,
১। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মাধ্যমে
২। লেখা পড়া ছাড়াই ছাত্র-ছাত্রীদের পাশ করিয়ে দিলে।
আমাদের দেশে বর্তমানে দুইটি তৎপরতাই লক্ষণীয়।
প্রথমটি মাদ্রাসা শিক্ষা বন্ধের হুমকির মাধ্যমে আর দ্বিতীয়টি হলো অধিক হারে ছাত্র-ছাত্রীকে পাশ করানো আর সবাইকে দিয়ে ভালো ফল করানো, যাতে করে প্রকৃত ভালো ছাত্ররা জ্ঞানার্জনে আগ্রহ হারিয়ে ফেলে।
এর মাধ্যমে সার্টিফিকেট ধারী অশিক্ষিত জাতি উপহার দেয়া সম্ভব।
আর কে না জানে, অশিক্ষিত জাতিকে হীরক রাজার কায়দাই শাসন করা যায়।
( বিঃ দ্রঃ প্রকৃত মেধাবী, অধ্যবসায়ী, পরিশ্রমী শিক্ষার্থীরা এ লেখার আওতামূক্ত। তাদের প্রতি শুভেচ্ছা রইল।)
বিষয়: বিবিধ
৩৪৯৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন