ঈদের শুভেচ্ছা

লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ১৫ অক্টোবর, ২০১৩, ০৭:০৭:৫৪ সকাল

চারিদিকে আঁধার দেখি, ঈষান কোণে মেঘ

শঙ্কার ঐ ডংকা বাজে, সন্ত্রস্ত আবেগ।

ত্যাগের শিক্ষা দিলেন মোদের পিতা ইব্রাহীম

তবুও তারা শেখেনি কিছু, যারা আজ জালিম ।

মনের সুখে কুরবানি করি, করিনাতো ত্যাগ !

দেশটা যে আজ উচ্ছন্নে গেল, দেখ তাকিয়ে দেখ ।

বাতিল কে আয় ছুঁড়ে ফেলি, আঁকড়ে থাকি হক

খুশির আবেশ ছড়িয়ে দিয়ে জানাই ঈদ মোবারক।

বিষয়: বিবিধ

১৮০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File