আপনার শিশুকে কিভাবে আল্লাহকে চেনাবেন !
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ০৫ অক্টোবর, ২০১৩, ১০:১৫:১৫ রাত
আপনার বাচ্চাকে বলবেননা কিভাবে আল্লাহ পাপীদের শাস্তি দেন ...
তাদের বলুন আল্লাহ কিভাবে ক্ষমা করেন। আল্লাহ কে ভয় করার পরিবর্তে আপনার শিশুকে আল্লাহকে ভালোবাসতে শেখান ।
তাদের আল্লাহর বিভিন্ন গুণ বাচক নাম শেখান। তাদের বলুন তিনি মানুষের পাপের ব্যাপারে অনেক “ধৈর্যশীল”, তিনি সরাসরি পাপের শাস্তি না দিয়ে মানুষকে পাপাচার থেকে ফিরে আসার অসংখ্য সুযোগ দেন ।
তিনি “দয়ালু” আল্লাহর প্রতি অবিশ্বাসী হওয়ার পরও আল্লাহ অবিশ্বাসীদের করুণা করেন।
তিনি “ক্ষমাশীল” তিনি মানুষের সবচেয়ে বড় পাপও ক্ষমা করেন, এমন ভাবে যে সে ভুলে যাবে যে সে এক দিন অপবিত্র ছিলো।
তিনি এতো “স্নেহময়” যে সর্বদা মানুষের মঙ্গল করেন এবং তাকে তওবা করা মাত্র ক্ষমা করে। যতবারই মানুষ পাপ কাজে ফিরে যাক, তওবা করা মাত্রই উনি ক্ষমা করেন।
তিনি ক্ষমা করেন! তিনি মানুষের পাপকে লুকিয়ে রেখে তাকে সম্মানীত করেন যাতে তার সুন্দর চেহারা মানুষের সামনে প্রতিভাত হয় এ কারনে সে অন্যের ভালোবাসা লাভ করে।
বিশ্বাস করুন ভালোবাসা হলো পরশ পাথর, এটা বাচ্চাদের স্বর্ণে পরিণত করতে পারে।
[ফেসবুক থেকে সংগৃহীত]
ভাবানুবাদঃ মোতাহারুল ইসলাম
বিষয়: বিবিধ
২০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন