জীবন যেমন
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ০৫ অক্টোবর, ২০১৩, ০২:৪১:২৩ দুপুর
আমি জীবনকে দেখি
নিঃসঙ্গ মরুচরে সীমাহীন মরিচীকার মাঝে
উত্তপ্ত বালুকা ও সাইমুম ঝড়ে বিতাড়িত পথিকের পাণে
আমি তাকিয়ে থাকি একাগ্র চিত্তে
আর সেখানেই খুঁজে পাই জীবনের বিচিত্র রূপ।
আমি জীবনকে দেখি
মহাসাগরের লবনাক্ত, গভীর জলরাশির মাঝে
যেখানে ভাসে দূরন্ত তাজী
নব আবিস্কারের ক্ষুধাতুর দৃষ্টি নিয়ে
আমি ভালোবাসি সেই নাবিককে যে ফেনীল সাগরে সংগ্রামে রত
এক হাতে বৈঠা আর অন্য হাতে ধরেছে হাল
সেই আমার পছন্দের শ্রেষ্ঠ সৈনিক
আমি সেখানেই উপলব্ধি করি জীবনের আর এক রূপ
আমি জীবনকে দেখি
ডিস্কোভারী, এপোলো কিংবা চ্যালেঞ্জারের মত মহাশুন্য যানে
যে অভিচারী দিয়েছে পাড়ি
স্বপ্নের লীলায় লীলাময়ী চন্দ্রপাণে
দৃষ্টি যার নিবদ্ধ লোহিত গ্রহে
আমি তাকেই ভালোবাসি,
তার চোখেই দেখি,
বিচিত্র রূপের নিকুঞ্জে বিচিত্র রূপিনী জীবনকে ।
আমি জীবনকে খুঁজে পাই হারিয়ে যাওয়া ইতিহাসে
বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজের বীরত্বে ও মহত্বে
তিতুমীরের বাঁশের কেল্লার প্রতিরোধে কিংবা ফরায়েজী আন্দোলনে
সাজাহানের প্রেয়সীর সমাধি তাজ মহল
সেতো জীবনের আর এক প্রতীক
আমি এর প্রতিটি পাথরে খুঁজি জীবন নামক আজব বস্তুকে।
আমি জীবনকে দেখি আবু বকর এর তাকওয়া তে
ওমরের কঠোরতায় কিংবা ওসমানের দানশীলতায়
আলীর বিচক্ষণতায় বা খালিদের বীরত্বে
সুলতান মাহমুদের অভিযানে বা মুহাম্মদ ঘোরীর ভারত বিজয়ে।
আমি জীবনকে দেখি
স্বাধীন বাংলার অভ্যুদয় কাহিনীতে
বায়ান্ন কিংবা একাত্তরের রক্তক্ষয়ী সংগ্রামে
আমি জীবনের দেখা পাই লক্ষ শহীদের আত্মত্যাগে
আমি জীবনকে দেখি তৌহিদী জনতার প্রতিবাদী কন্ঠে
আমার রক্ত নেচে ওঠে মুক্তির দুরন্ত নেশায়
আমি অশ্রুপাত করি আসমা বেলতাগীর পিতার চিঠিতে
আমি বাকরূদ্ধ হয় বুলেটবিদ্ধ মৃতদেহ দেখে
আমি জীবনকে খুঁজে পাই রক্তভেজা কালো রাজপথে।
আমি জীবনকে দেখি পারমানবিক কিংবা রাসায়নিক অস্ত্রের মাঝে
হিরোশিমা কিংবা নাগাসাকীতে
সিরিয়ায় মায়েদের কান্নার মাঝে,
হৃদয় কেঁপে ওঠে অজানা আশংকায়
আমি বিংশ শতাব্দীর ধ্বংস বিজ্ঞান দেখেছি
একবিংশ শতাব্দীর সভ্যতার সঙ্ঘাত দেখি
আমি জীবনকে খুঁজে পাই
আঁধার কালো হিম মৃত্যুর মাঝে।
বিষয়: সাহিত্য
১৫২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন