স্বপ্ন ও দুঃস্বপ্ন

লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ২৭ সেপ্টেম্বর, ২০১৩, ১০:৫৪:৪৮ রাত

আকাশের বুকে তাকাতে ভয় হয়,

সেখানে নেই আজ নীলের সমারোহ

নেই উড়ে যাওয়া ঝাঁক ঝাঁক পাখী

পুর্ণিমার রাত আঁধারে পরিপূর্ণ

নেই মিষ্টি জোস্নার মাখামাখি।

Rose Rose Rose Rose

তারকা? সেতো কবেই হারিয়েছে

নেই সদা উজ্জ্বল ধ্রুবতারার হাতছানি,

কিংবা কালপুরুষের তলোয়ারের ঝন ঝনানি

আকাশ জুড়ে পুঞ্জিভূত কালো মেঘ

দূর্বার ঝড়ের অশনি সংকেত

পথ হারানো পথিক এক, নৈরাশ্যের আঁধার দেখি

Rose Rose Rose Rose

কর্ণে শুনি গর্জনশীল চল্লিশা

চর্মে আঘাত হানে মরুর লু হাওয়া

সাইমুম কিংবা কালবৈশাখী আজ

মেতে উঠছে ধ্বংস লীলায়

নাগিনীরা ফেলছে বিষাক্ত নিশ্বাস

ভয়ঙ্কর ফণাগুলো আজ উর্দ্ধমুখী

Rose Rose Rose Rose

নিদ্রাভঙ্গ হয়, দূরন্ত পিপাসায়

পাশ ফিরে দেখি বাতায়ণ ছেড়ে, গবাক তরুর সারি

মেঘের সাথে চাঁদের লুকোচুরি

আবার ঘুমিয়ে পরি

Rose Rose Rose Rose

এইতো সেদিন, নিলীমা ছিলো নীল

বাতাসে কোকিলের কুহুতান, সাগরে গাংচিল

গায়ে লাগতো সোনালী রোদ্দুর

মনে বাজতো প্রত্যাশার সুর

দূর সীমানায় শুভ্র বলাকার ঝাঁক

মুগ্ধ আবেশে দেখতাম, উদাস নয়নে দূর আকাশ।

Rose Rose Rose Rose

হঠাৎ হারিয়ে যায়, তেজময়ী দিবাকর

দেখিনা আর রক্তিম আকাশ

নেই প্রদীপ্ত আলো

নেই প্রত্যাশার জোয়ার

জোনাকির আলোই সম্বল আমার।

Rose Rose Rose Rose

আবার আসবে সেই দিন

পাখী গান গাইবে, আকাশ হবে রঙ্গীন

ভোরের সুর্য দেবে কিরণ

অলস বিছানায়

স্বপ্ন দেখি তাই দুঃস্বপ্নের প্রহর নেবে বিদায়।

বিষয়: সাহিত্য

১৩৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File