আমেরিকান জাল কুরান

লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ১৪ সেপ্টেম্বর, ২০১৩, ১২:১০:৪৬ রাত

Click this link

আপনি এটাকে উপেক্ষা করতে পারেননা। এই চালাকি সন্মন্ধে অন্য মুসলমানকে জানান

নতুন আমেরিকান কুরানঃ একটি মারাত্মক চালাকি। কুয়েতে একটি নতুন কুরান বিতরণ করা হয়েছে, যার নাম “ The True Furqan” . এটাকে শয়তানের আয়াত বলে বর্ণনা করা হয়েছে। সাপ্তাহিক ম্যাগাজিন আল ফুরকান আবিস্কার করেছে যে, দুইটি আমেরিকান প্রকাশণা সংস্থা “ Omega 2001” এবং “Wine press” এই “True Furqan” প্রকাশণার সাথে জড়িত এবং একে বলা হচ্ছে একুশ শতকের কুরান। এই বইএ ৭৭ টি সুরা আছে তাদের মধ্যে আছে ‘আল ফাতিহা’ ‘ আল যানা’ এবং ‘ আল ইঞ্জিল’ সুরা গুলো বিসমিল্লাহর পরিবর্তে খ্রিস্টীয় ত্রিতত্ত্ব বাদী বিশ্বাস দিয়ে শুরু হয়েছে। এই কুরানে অনেক ইসলামী বিশ্বাসের বিপরীত কথা বর্ণিত হয়েছে। একটি আয়াতে একের অধিক স্ত্রী রাখাকে ব্যাভিচার হিসাবে বর্ণনা করা হয়েছে, তালাক কে হারাম ঘোষণা করা হয়েছে এবং নতুন উত্তরাধিকার আইন বর্ণনা করা হয়েছে, জিহাদ কে হারাম ঘোষণা করা হয়েছে। শুধু তাইনা আল্লাহ কে পর্যন্ত আক্রমণ করা হয়েছে। আমাদের শিশুদের জন্য প্রস্তুত এই বিষের দাম রাখা হয়েছে মাত্র ৩ ডলার।

প্রিয় ভাই ও বোনেরা আপনারা যত বেশী সম্ভব এই খবর মানুষের মাঝে বিতরণ করে সবাইকে সতর্ক করে দিন।

বিস্তারিত দেখতে নীচের লিংকটিতে ক্লিক করুনঃ

Click this link

অনুবাদঃ মোতাহারুল ইসলাম

বিষয়: বিবিধ

২০৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File