হাউজ ওয়াইফ এবং বাচ্চারা কি করে?

লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ১২ সেপ্টেম্বর, ২০১৩, ১১:১৪:১৮ রাত



এক জন ভদ্রলোক কর্মক্ষেত্র থেকে বাসায় ফিরে দেখলেন, তার পাঁচ শিশু বাচ্চা বাসার সামনে ধুলোর মধ্যে খেলছে, তখনো তাদের পাজামা পরে আছে, শুন্য খাবারের বাক্স এবং মোড়কের কাগজ গুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে।

তার স্ত্রীর কারের দরজাটি খোলা, বাসার মূল দরজাটিও খোলা, আশেপাশে কুকুরকেও দেখা যাচ্ছেনা।

ভেতরে প্রবেশ করার সাথে সাথে সে আরো বড় বিশৃংখলা দেখতে পেল, একটি বাল্ব ভেঙ্গে পরে আছে, ঘরের কার্পেট দেয়ালের সাথে লেপ্টে আছে।

সম্মুখ রুমে ফুল ভলিউমে টিভি চলছে যেখানে কার্টুন দেখানো হচ্ছে, আর ফ্যামিলি রুমে নানা খেলনা এবং কাপড়-চোপড় ছড়িয়ে, ছিটিয়ে আছে।

রান্নাঘরে বেসিনে থালা-বাসনে পরিপূর্ণ, নাস্তার খাবার টেবিলে

গড়াগড়ি খাচ্ছে, ফ্রীজের দরজা সম্পূর্ণ খোলা, কুকুরের খাবার মেঝেতে ফেলে দেওয়া হয়েছে, টেবিলের নীচে একটি ভাঙ্গা গ্লাসের টুকরো পরে আছে। পেছনের দরজার কাছে কিছু বালি জমা করে রাখা আছে। সে তড়িঘড়ি করে খেলনা ও কাপড় চোপরের গাদা পেড়িয়ে উপর তলাতে তার স্ত্রীর খোঁজে ছুটলেন।

তিনি দুশ্চিন্তা করছিলেন যে, তার স্ত্রী হয়ত অসুস্থ্য বা মারাত্মক কিছু একটা ঘটেছে। উপরে প্রবেশের মুখেই উনি পানির একটা ছোট ধারা দেখতে পেলেন যা বাথরুম থেকে গড়িয়ে আসছে। বাথ্রুমে ঢোকার পর উনি ভেজা তোয়ালে, গলিত সাবান এবং আরো অনেক খেলনা মেঝেতে থাকতে দেখতে পেলেন। মাইল খানেক লম্বা টয়লেট পেপার ছড়ানো আছে, টুথ পেস্টের টিউব খোলা এবং সারা আয়না এবং দেয়ালে পেস্টের দাগ। সে ঝড়ের বেগে যখন বেডরুমে ঢুকলেন তখন দেখলেন স্ত্রী বিছানায় শুয়ে একটি উপন্যাস পড়ছিলেন। সে তার দিকে আশ্চর্য্য দৃষ্টিতে তাকিয়ে বললেন, “ এখানে আজ কি হয়েছে” স্ত্রী জবাব দিল, “তুমি আমাকে জিজ্ঞাসা করতে আমি বাসায় কি করি? আজ আমি কিছুই করিনি তাই এ অবস্থা আর প্রত্যেক দিন এ কাজটাই করি”



ফেস বুক থেকে সংগৃহীত

অনুবাদ ও সম্পাদনাঃ মোতাহারুল ইসলাম

বিষয়: বিবিধ

১৩৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File