কাঁটা তারে লাশ
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ০৮ সেপ্টেম্বর, ২০১৩, ১০:২২:৫৩ রাত
কাঁটা তারে ঝুলছে আজ বাংলাদেশের লাশ,
চেতনা ওয়ালাদের চেতনার গোরস্থানে বাস
বন্ধুর [?] বাতাসেতে চলে শাসন দন্ডের শ্বাস,
সাবাশ, বাঙ্গালীর বাচ্চা, সাবাশ, সাবাশ।
ফেলানীতো মালালা নয়, ঝুলন্ত তারে লাশ
হত্যাকান্ডের বিচারের দেয় দাদারা আশ্বাস
আশায় মানুষ বুক বাঁধে সামনে মধু মাস
মনের মধ্যে করে যা তারা ষড়যন্ত্রের চাষ।
প্রহসনের বিচারেতে দেয় যে তারা বাঁশ
বন্দুকের গুলিতে করে সীমান্তে ত্রাস
অস্পৃশ্যের [?] থাকতে নেই বাঁচার কোনও আশ
কুকুর বেড়ালের মতোই তারা দাদাদের দাস।
শিতাতাপের ভেতরে হয় যে চুক্তি পাশ
কোনও ধরনের মঞ্চ আজ নয় কেন হতাশ ?
দেখেনা কেউ আম জনতার নিরব দীর্ঘ শ্বাস
অগোচরে ঘূণ পোকারা করে সর্বনাশ।
কাঁটা তারে ঝুলছে এবার লাল-সবুজের লাশ
হায়রে অভাগা বাঙ্গালী সাবাশ, সাবাশ ।
বিষয়: সাহিত্য
১২৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন