আমি স্বপ্ন দেখি
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ১১:১৮:২১ রাত
আমি স্বপ্ন দেখি একটি উদ্যানের যার নাম জান্নাত
আমি চির বিশ্রাম স্থানের স্বপ্ন দেখি,
যেখানে আমি একটি শিশু, মায়ের চুম্বন আর বাবার আদর ছাড়া কিছুই পরোয়া করিনা,
আমি দুষ্টু বালক, আদরণীয় ভাইদের সাথে খুনসুটি করি।
আমি স্বপ্ন দেখি, শান্তিতে এ জগৎকে বিদায় দিচ্ছি
আল্লাহ আমাকে ক্ষমা করেছেন, মানুষের ক্ষমাও আমি পেয়েছি ,
আমি স্বপ্ন দেখি এমন সুনামের, যা আমার প্রস্থানের পরেও আমাকে এখানে রেখে দেবে
আমি স্বপ্ন দেখি আমার জানাজায় লক্ষ লোকের জমায়েত।
আমি স্বপ্ন দেখি এমন এক জগতের যেখানে ঘৃণা ও বিচ্ছেদ নেই
আমি স্বপ্ন দেখি ঝোড়ো হাওয়া কিংবা কনকনে হিমেল বাতাস যা আমাকে রোগাক্রান্ত করবেনা,
আমি স্বপ্ন দেখি আমার প্রিয় মানুষ গুলোর সাথে ক্রমাগত হাসছি, কিন্তু এই উৎফুল্লতা আমাকে
কখনো দুঃখ বোধে আচ্ছন্ন করবেনা
আমি স্বপ্ন দেখি একটি সময়ের, যেখানে আমি আয়েশের সাথে স্থির হব,
এবং আমি যা কখনোই নিশ্চিতভাবে ছেড়ে যাবনা।
হে প্রভু এগুলোই আমার সকল সময়ের স্বপ্ন
এগুলোই আমার প্রার্থণা
এখানে আমার অবস্থানের একমাত্র কারণ হলো
তোমার আনুগত্য করা,
আমি সর্বদা তোমার ক্ষমা প্রার্থী
পূর্ণ প্রস্তুত হলেই আমাকে নাও তুলে এটাই আমার মিনতি।
মূলঃ জুবাইদা বোলান্ড (ইংরেজী)
অনুবাদঃ মোতাহারুল ইসলাম
বিষয়: সাহিত্য
১৫০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন