কবিতার ভালবাসা
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ০৩ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৪৪:১২ রাত
তুমি আমাকে বলেছিলে
তোমার জন্য একটি কবিতা লিখতে
যে কবিতা ভালবাসতে শেখায়
যে ভালবাসে ভালবাসার জন্যই যার জন্ম।
আমি জন্ম থেকে জন্মান্তর চলেছি
সে ভালবাসার জন্য
যার জন্য সৃষ্টি হতে পারে এক মহৎ কবিতা,
ভালবাসার কবিতা, যেখান থেকে নিঃসরিত হয়
কাব্যময় ভালবাসা।
ভালবাসা কোনো ঝর্নার চপল গতি নয়
যাকে বেঁধে রাখা যায় ছন্দের কারাগারে
ভালবাসা রূপালী চাঁদ নয়,
যা শুধু মোহনীয় জ্যোৎস্না ছড়ায়, স্পর্শের আনন্দ দেয়না।
ভালোবাসা অঝর ধারার বর্ষন নয়
যা আপ্লুত করে ধরণীকে, গ্রীস্মের খর রোদ্রে
যা উড়ে যায় আবার আকাশে।
ভালবাসা এমন এক কবিতা, যা ছন্দের বাঁধনে নয়
খুঁজে পাওয়া যায় সাগর আর আকাশের মিতালীতে
নিলীমার নীল আর সাগরের নীল রঙ
গড়ে তোলে অনুপম এক কবিতা
ভালবাসা যেখানে বিচরণ করে অমর হয়ে
কবিতায় নয়, যেখানে পাওয়া যায় কবিতার ভালবাসা।
বিষয়: সাহিত্য
১৬৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন