হে বিদ্রোহী বীর [জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে]

লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ২৬ আগস্ট, ২০১৩, ০৯:১৩:০২ সকাল

ওগো নজরুল, ওগো বুলবুল, ওগো গানের পাখি

কন্ঠ তোমার থেমে গেল কেন?

মুদলে কেন আঁখি?

তোমার গানের সুর লহরীতে হৃদয়ে মুর্ছনা জাগে

যা কিছু পুরাতন পিছনে ফেলে

তুমি ছিলে আগে।

হৃদয় পল্লবে, নব নব গানে, নব অভিযানে

দিয়েছ প্রেরণা

যত নবীন প্রাণে।

ওগো গায়ক, ওগো প্রেমিক, ওগো মানুষের কবি

পুব দিগন্তে ওঠেনাতো আর

তোমার মতন রবি।

নির্বাক হয়ে থেকোনা তুমি, কলম তুলে নাও

এতদিন যেমনি নির্ভয়ে এগিয়েছো

তেমনি এগিয়ে যাও।

ওগো সৈনিক, ওগো সেবক, ওগো বিদ্রোহী বীর

চিরদিন তুমি রেখেছ তোমার

উন্নত করে শির।

শোনাও, শোনাও বিদ্রোহের বাণী, বাজাও যুদ্ধের দামামা,

তুলে নাও রণ তূর্য,

করোনা কাউরে ক্ষমা।

আঘাত করো কারা প্রাচীরে, ভেঙ্গে ফেলো তালা

পরাজিত তুমি হওনি কখনো

পরেছ বিজয় মালা।

সিন্ধু সেঁচে মুক্তো তুলে এনেছিলে ওগো তুমি

ভীরু দুর্বলের প্রাণে জাগাও

বিদ্রোহের উর্মী।

তোমার অগ্নিবীণা, দোলন চাঁপা আর তোমার বিষের বাঁশি

যেন অম্লান ছবি, মৃত্যু ক্ষুধা লিখে প্রমাণ করেছ

তুমি দুঃখি মানুষের কবি।

ইসলামের প্রেরণায় তুমি ছিলে অগ্র পথিক

শুনিয়েছ ধর্মের বাণী

ছড়িয়েছ চতুর্দিক।

মসজিদের পাশে শুয়ে আছ তুমি, রোজ বাজে আজান

তোমার স্মৃতি, মোদের হৃদয়ে

চির ভাস্বর, চির অম্লান।

বিষয়: বিবিধ

১৪৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File