এক শাহবাগী পীর এর বয়ান।
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ১৯ আগস্ট, ২০১৩, ০৩:৪৩:১০ দুপুর
পর্দা আসলে ইসলাম থেকে আসে নি, আরবে খুব গরম তাই মহিলারা বোরকা পরতো, নইলে তাদের মুখ, হাত পুড়ে যেত, ফোসকা পড়ে যেত। আমরা যখন পড়তাম, তখন তো কোন হিজাব দেখি নি, এগুলো আসলে ওয়াহাবিজম থেকে এসেছে, গত ৫০ বছর ধরে আরব কেন্দ্রিক এই ওয়াহাবিজম এর উৎপত্তি। আর তারা এগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে। আসল ইসলাম হল সুফিবাদ, আমাদের দেশে যেসব সুফি-পীর, আল্লাহর ওলি রা এসেছেন তারা তো এরকম হিজাবের কথা বলেননি, কিন্তু ধীরে ধীরে এসব ওয়াহাবিজম - জঙ্গিবাদ আসার কারণে এদেশের মানুষ ইদানিং পর্দা-হিজাব এগুলো করছে'' সময় টিভিতে শাহরিয়ার কবির
বিষয়: বিবিধ
২৪৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন