বৃদ্ধের আসরের নামাজ এবং আনন্দ বাজার পত্রিকা

লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ০৪ আগস্ট, ২০১৩, ০৬:২৫:০৪ সকাল

কথিত আছে, এক জন আল্লাহ ভীরু বৃদ্ধ তৃপ্তির সাথে মধ্যাহ্ন ভোজনের পর ঘুমিয়েছেন, বেচারা বেজায় ক্লান্ত থাকায় আছরের নামাজের আজান তার ঘুম ভাঙ্গাতে পারেনি। ঘুমন্ত অবস্থায় তার আসরের ওয়াক্ত গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে।তখন এক ব্যাক্তি ঊদয় হয়ে বৃদ্ধ কে ঘুম ভাঙ্গিয়ে বলে, " হুজুর নামাজের সময় পার হয়ে যাচ্ছে, নামাজ পড়ে নিন।" বৃদ্ধ জাগ্রত হয়ে দেখে সুর্যের পশ্চিম দিগন্ত রেখা ছুঁতে আর বেশী সময় নেই। উনি হন্ত-দন্ত হয়ে অজু করে আসর নামাজ সম্পন্ন করেন। নামাজের পর তার খেয়াল হয়, এই মহানুভব ব্যাক্তিটি কে, যিনি তার নামাজ কাযা হতে দিলেননা। আগন্তক তখনো তার পাশেই দাঁড়িয়ে ছিল। তাকে দেখে বৃদ্ধের অন্তর কৃতজ্ঞতায় ভরে উঠল এবং উনি তার পরিচয় জানতে চাইলেন। আগন্তক তখন বলল যে সে ইবলিস শয়তান। এ কথা শুনে তিনি আশ্চর্য হলেন এবং বললেন, নামাজ কাযা হলেই তো শয়তানের খুশী হওয়ার কথা। শয়তান তখন জানাল, আপনি ঘুমের কারণে নামাজ কাযা হলে আল্লাহর কাছে কান্না কাটি করে যে পরিমাণ পুণ্য অর্জন করতেন তা এই নামাজ পড়ার চেয়ে ঢের বেশী হতো, আই আপনাকে ঐ পুণ্য থেকে বঞ্চিত করার জন্য ঘুম থেকে ডেকে দিয়েছি।

পত্রিকান্তরে প্রকাশ কোলকাতার আনন্দ বাজার পত্রিকায় সংবাদ বেরিয়েছে জামাতে ইসলামী কে নিষিদ্ধ করলে বি এন পি লাভবান হবে ভোটের রাজনীতিতে, আর জামাত লাভবান হবে জনগনের সহানুভুতি পেয়ে। সুতরাং বি এন পি এবং জামাত কে লাভবান হতে দেওয়া যাবেনা।

পত্রিকাটি সরকারকে গণতান্ত্রিক রাজনীতির মাধ্যমেই জামাত কে মোকাবেলার পরামর্শ দিয়েছে।

বিষয়: বিবিধ

১৮১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File