ব্লগার স্বাধীনতাকে বলছি
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ০২ আগস্ট, ২০১৩, ০৩:১৫:৩২ দুপুর
আরশোলার কথা নিশ্চয় জানেন। আরশোলার চোখ কে পুঞ্জাক্ষী বলে অর্থাৎ আরশোলার অনেক গুলো চোখ একত্রে থাকে। তারপরও আরশোলার চোখ দিয়ে আরশোলা দুই মাত্রার উর্দ্ধে তিন মাত্রার কোনও বস্তু দেখতে পারেনা। কুকুর বর্ণ অন্ধ, কুকুর কে রঙ্গিন গোলাপের সৌন্দর্যের ধারণা দিতে পারবেননা। জন্মান্ধকে আপনি জ্যোৎস্নার গল্প শোনাতে পারবেন,চেনাতে পারবেননা। তেমনি ভাবে আমরা মানুষ,বুদ্ধিমান প্রাণী, কিন্তু আমাদেরও বুদ্ধির সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধ বুদ্ধি দিয়ে আল্লাহর জাত চিনতে পারবেননা। তার সৃষ্টি নিয়ে চিন্তা করুন, গুনাবলী নিয়ে চিন্তা করুন, ইনশাআল্লাহ হেদায়েত পাবেন। আল্লাহ আল্লাহর মতো, কোনও কিছুই তাঁর মতো নয়। আর সে জন্যই তাঁর কোনও শরীক নাই। লিঙ্গ দিয়ে সৃষ্টি কে চেনা যায়, স্রষ্টাকে নয়। মানুষ আজ মহাশুন্যে গেছে, এই মহাশুন্য আল্লাহরই সৃষ্টি, মানুষ রকেট বানিয়েছে আল্লাহর দেয়া বুদ্ধি দিয়ে, আল্লাহর সৃষ্ট ফেরেশতার মহাশুন্য ভ্রমণে রকেট প্রয়োজন হয়না। মানুষের কিসের এত বড়াই? যে মানুষের নিজের শরীরের উপর কোনও নিয়ন্ত্রণ নেই। আপনার হৃদপিন্ড কি আপনার কথায় চলে? নিজেকে প্রশ্ন করবেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন।
আমীন
বিষয়: বিবিধ
১৪৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন