আমি (কবিতা)
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ২৮ জুলাই, ২০১৩, ০৭:৩২:১২ সকাল
আকাশের তারারা আজও তেমনি আছে,
মিলনের দিনে ছিল যেমন।
মোর জীবনের পঁচিশটি বছর শুধু বিরহের গান
তারাদের দেশে বুঝি কোনও দুঃখ নেই
হারিয়ে যাওয়া স্মৃতিরা সেখানে বড়ই ম্রিয়মান।
রুদ্র বেশে ঝড়েরা আজও আসে
লন্ডভন্ড করে দেয় জীবনের সমস্ত আয়োজন।
ইতিহাসে কারও নাম থাকে, মুছে যায় কেউ
সবকিছু অবসানে মিটে যায় সব কোলাহল
লালিমার রঙ তখনও লাল রয়ে যায়
মধুর স্মৃতিরা সব মানস পটে দিপ্তি ছড়ায়।
বিঃদ্রঃ প্রতি লাইনের প্রথম অক্ষর নিয়ে একটি বাক্য তৈরি করুন
বিষয়: বিবিধ
৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন