স্বাধীনতার অর্থ কি?
লিখেছেন লিখেছেন মোতাহারুল ইসলাম ২৭ জুলাই, ২০১৩, ০২:৪৪:১২ দুপুর
স্বাধিনতা শব্দের অর্থ কি? প্রাথমিক স্তরে পড়ার সময় চয়নিকা বইএ একটি গল্প ছিল। গল্পটির মুল বক্তব্য নিম্নরুপঃ
স্বাধিনতার অর্থ কি? স্যার সুবল কে জিজ্ঞাসা করলেন, সুবল কোনও উত্তর না দিয়ে স্যার এর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সুবল ক্লাসের ফার্স্ট বয় সেই যখন উত্তর তি পারলনা, তাহলে কেই বা পারবে। তবুও তিনি সবাইকে একবার করে জিজ্ঞাসা করলেন, কিন্তু কেউ স্বথিক উত্তরটি দিতে পারলনা। স্যার সবাইকে বাড়ি গিয়ে এ ব্যাপারে চিন্তা করতে বললেন
বাড়ি ফিরে সুবল দেখে, মা কোনও এক আত্মীয়ের বাড়ি বেড়াতে গেছেন, বাড়িতে তার ছোট বোন আর কাজের মেয়ে আছে। মা বলে গেছেন রান্না ঘরে দুত আম রাখা আছে, ক্ষুধা পেলে সে যেন একটি খায় এবং ছোটো বোনকে একটি দেয়। সুবল রান্না ঘরে গিয়ে দেখে, দুটো আমের একটি একটু পচা। সে দ্বিধায় পরে যায়, কোনটি সে নিজে নেবে। অনেক ক্ষণ চিন্তার পর সে পচা আমটি নেয় এবং ভালটি ছোটো বোনকে দেয়। হঠাৎই তার মনে হয় সে স্বাধীনতার অর্থ পেয়ে গেছে। এবং তখনি স্যারের বারির উদ্দেশ্যে দৌড় দেয় স্বাধীনতার অর্থ জানাতে।
এখন প্রশ্ন আমরা, আমাদের রাজনীতিবিদরা কি স্বাধীনতার অর্থ বুঝতে পেরেছি?
ব্লগার ভাইদের কাছ থেকে স্বাধীনতার অর্থ কি এ ব্যাপারে মন্তব্য আশা করছি।
বিষয়: বিবিধ
২৪৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন