বাংলাদশের স্বাধীনতা সার্বভৌমত্ত কোথায়? যে দেশের ১৬ কোটি মানুষকে আলো-আঁধারে রাখার ক্ষমতা যখন ভারতের হাতে।

লিখেছেন লিখেছেন ফয়েজ উদ্দিন শাকিল ০২ নভেম্বর, ২০১৪, ০৫:৫৮:১৯ সকাল

বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ত কোথায়? যে দেশের ১৬ কোটি মানুষকে আলো-আঁধারে রাখার ক্ষমতা যখন ভারতের হাতে।

যে দেশ জন্মের চার দশক পরেও নিজ পায়ে দাড়াতে পারিনি সে দেশ কি আসোলেই স্বাধীন ? একটি ভিন্ন পতাকা একটি ভিন্ন মানচিত্রই কি দেশের স্বাধীনতার মাপ কাঠি ? ভারতের কাছ থেকে আমদানী করা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে আমাদের জাতীয় গ্রিড অক্ষম হয়ে অকেজ হয়ে পরে , বলা হচ্ছে মাত্র ৫০০ মেগাওয়াট হাই ভোল্টেজ বিদ্যুৎ আমদানী করা হয়, আসলে সংখ্যাটা মিথ্যা যে এখন সহযেই অনুমেয় !!! জনবিরধী গোপন চুক্তি থাকা উরিয়ে দেয়া যায়না, তা না হলে একটা জাতীয় গ্রিড কেনো বিকল হবে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে? ভারতের নদী শাসনে আমাদের আবাদী জমি কখনো মরুভূমি কখনো আবার বন্যার স্রোতে ভেসে যায়। ভারতীয় পন্য আমাদের দেশীয় পণ্যকে মার দিয়ে বাজার দখল করে নিয়ে দেশিয় পণ্যের উৎপাদনের ক্ষমতা ধ্বংস করে দিয়েছে , চাইলেই তারা আমাদের না খাইয়ে মারতে পারে, অর্থনীতি আর রাজনৈতিক চালিকা শক্তি তাদের মুঠয়।আজ ভারতের আমদানী করা বিদ্যুৎ বন্ধ হওয়াতে বুঝতে পারছি আমরা কতটা অক্ষম এবং ভারতের কাছে কতটা পরাধীন । যা অধ্যাপক গোলাম আযম স্যার আজ থেকে চার দশক আগেই বুঝতে পেরেছিলেন তা এখন হারে হারে টের পাচ্ছি। বাংলাদেশ ৭১ এ স্বাধীন হয়নি, হয়েছে একটি তাবেদার রাস্ট্র । পাক থেকে ভারতিয় আগ্রাসনে কনভার্ট হয়েছি মাত্র। ৭১ এ যে দল বা শক্তি স্বাধীনতার স্বপক্ষে ছিলো তারা আজ স্বাধীনতা ভক্ষক, আর যারা ৭১ এ ভক্ষকের নামে প্রপাগান্ডায় কলঙ্কিত তারা আজ স্বাধীনতার প্রকৃত সক্ষমতার জন্যে জীবন দিচ্ছে রাজপথে , ফাঁসির মঞ্চে অথবা প্রিজন হাসপাতালে। কারন ভারত সবাইকে কিনতে পারলেও তাদের কিনতে পারেনি আর পারবেওনা।

http://www.bbc.com/news/world-asia-29861485



বিষয়: রাজনীতি

১১৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280456
০২ নভেম্বর ২০১৪ সকাল ০৭:২৪
চেয়ারম্যান লিখেছেন : আগে যুদ্বাপরাধীদের বিচার হোক। তারপর দেশ দাড়াবে
280461
০২ নভেম্বর ২০১৪ সকাল ০৮:১৫
কাহাফ লিখেছেন :

এভাবে বলতে নেই! চেতনার দন্ড খাড়া আছে ওদের!সাথে সাথে কলিকাতা হারবাল ফ্রি! 'রাজাকার'বানাতে এক সেকেন্ডও লাগবে না!
Time Out Time Out Time Out

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File