দ্বিমুখী নিতীর নির্লজ্ব বহিপ্রকাশ !!!
লিখেছেন লিখেছেন অচিন পথের পথিক ১১ জুলাই, ২০১৩, ০৩:০৩:৩৮ দুপুর
বর্তমান সরকার যে দ্বিমুখী নিতী গ্রহণ, পালন ও পোষন করছে তা এখন আর সাধারণ মানুষের কাছে আজানা নয়। সাম্প্রতিক সময়ে আমরা দেশের সাধারণ জনগন কি দেখলাম ? দেখলাম যে, রাজাকার, যুদ্ধাপরাধীর সর্বচ্চো শাস্তির জন্য শাহাবাদে আন্দোলন শুরু হল। কিন্তু ১-২ দিন পরই আমরা দেখলাম যে সেখানে ইসলামী এবং ইসলামের পক্ষের যেকোন ধরনের শক্তিকে এই দেশে নিষিদ্ধ ও বহিশ্কার করার জন্য যোর দাবী উঠছে সেখান থেকে। একটা বিষয় আমরা দেখেছি যে, সেখানে প্রথম থেকেই পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী সবরকমের নিরাপত্তা দিচ্ছে। আচ্ছা ভালোকখা, প্রতিটা আন্দোলনই নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। কিন্তু তারপর দেখলাম সেখানে আন্দোলন কারীদের খাওয়ানোর জন্য প্যাকেট প্যাকেট বিরিয়ানী আসছে, পানি, হাল্কা খাবার ইত্যাদির কোন অভাব নেই। আমরা আরো দুঃখিত হলা্ম এটা দেখে যে শাহবাগ এর মত একটা মেইন পয়েন্ট যেখান দিয়ে দিনে হাজার হাজার গাড়ি ও মানুষ জন তাদের অত্যান্ত গুরুত্বপূর্ন কাজের জন্য যাওয়া আসা করে, যেখানে দেশের দুইটা বড় বড় হাসপাতাল সেখানে অবস্থান নিয়ে, জোরে জোরে মাইক বাজিয়ে গলাফাটিয়ে যে অসহ্য ও অসহনীয় পরিস্থিতির সৃষ্টি করেছিল তা সরকার ও নির্লজ্ব মিডিয়া গুলো সমানে প্রশ্রয়, সহায়তা এবং পৃষ্টপোষকতা করে গেছে। সরকরা এবং মিডিয়া পৃষ্টপোষন করেছে তাদের যারা ইসলামরে বিরুদ্ধে কথা বলেছে, ইসলাম, ইসলামের নবী এবং আল্লাহকে অবমাননা করেছে। যাহোক, তার পর আমরা দেখলাম যখন আল্লাহকে অবমাননা ও আল্লাহর রাসূল (সাঃ) কে অবমাননা করার প্রতি বাদে এবং এই নাস্তিক কুলাঙ্গারদের বিচারের দাবীতে লাখো মুসলিম জড়ো হল শাপলা চত্তোরে তখন তাদের তারিয়ে দেওয়ার জন্য পুলিশ ও অন্যান্য বাহিনীকে ব্যবহার করে কি নিশ্বংসতাই না করা হল। আবার আজকে যখন দেখলাম দেশের মেধাবী কিন্তু বঞ্চিত ছাত্র সমাজ শাহাবাদে জড়োহল তাদের ন্যায্য দাবী নিয়ে, 'সরকারী চাকরীর ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল কর' এই দাবীতে তখন তাদের সেই পুলিশ এবং এই সকরার রাস্তাতেই দাড়াতে দিলনা। তাই আমার প্রশ্ন, এ কেমন নিতী ? এটা কি দ্বিমুখী নিতীর নির্লজ্ব বহিপ্রকাশ নয় ??????
বিষয়: বিবিধ
২০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন