আমি মরতে চাইনা ।
লিখেছেন লিখেছেন অচিন পথের পথিক ১১ জুলাই, ২০১৩, ০১:৫৪:৪১ রাত
আমি একজন শিশু আমি মরতে চাইনা। আমি একজন কিশোর আমি মরতে চাইনা। আমি একজন নারী আমি মরতে চাইনা। সর্বপরি আমি একজন মানুষ আমি মরতে চাইনা। আসলে আমি যাই হইনা কেন আমি একজন মানুষ। এটা আমার একমাত্র মৌলিক পরিচয়। যাহোক, আমি একজন মানুষ হিসাবে বলছি, আমি মরতে চাইনা। আমি মরতে চাই না তোমাদের ভূল সিদ্ধান্তে, আমি মরতে চাই না তোমাদের অজ্ঞতায়, আমি মরতে চাই না তোমাদের মূর্খতায়, আমি মরতে চাই না তোমাদের অবহেলায়। আমি একজন নারী, আমি গৃহ বধু, আমার বাবা আমার বিয়েতে যৌতুক দিতে চেয়েছিল। কিন্তু অভাবের কারণে পুরা টাকাটা দিতে পারেনি। তাই আমাকে আমার স্বামী, শ্বশুর-শ্বাশুরী এদের কাছথেকে চরম নির্জাতনের শিকার হয়ে আত্নহত্যার পথ বেছে নিতে হয়েছে। কিন্তু আমি মরতে চাইনি। আমি একজন কিশোরী, আমি স্কুল ছাত্রি। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় আমাকে বখাটে ছেলে গুলো ডিস্টার্ব করে। রাস্তায় অকথ্য ভাষায় আমাকে টিজ করে। কাউকে বলেও বিষেশ কোন লাভ হয় না। অবষেশে সহ্য করতে না পেরে আমি একদিন আত্ন হত্যা করি। কিন্তু আমি মরতে চাইনি। আমি একজন শিশু, বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করতে গিযে আমাকে সাপে কেটেছে। আমি বলতে পারিনা তাই তারা আমার ক্ষত চিহ্ন দেখে বুঝলোনা আমাকে কি কামড় দিয়েছে। তারা মনে করল আমাকে ইঁদুর কামড়েছে। তারপর যাহবার হল, আমি মারাগেলাম। কিন্তু আমি মরতে চাইনি। আমি একজন কিশোর, আমি নেশাগ্রস্থ, আমি এখান থেকে বেরহতে চাই। তাই আমি আমার বাবা-মা কে জিনিসটা জানালাম। কিন্তু তারা আমাকে কু-সন্তান বলে তারিয়ে দিল। আমার মনের কথাটা বোঝার চেষ্টা করলনা, আমি বাড়ি থেকে বের হয়ে গেলাম এবং নেশাকেই আমার জীবন সপে দিলাম। কিন্তু আমি মরতে চাইনি। আমি একজন যুবক, আমি কর্মসংস্থান চাই। আমি তা পেলাম না। কারো কাছেই পেলামনা, না পরিবার, না সমাজ, না রাষ্ট্র। বরং এদরে কাছে খেকে পেলাম অবজ্ঞা, অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা এবং উপহাস। তাই আমি চরম দুঃখে আত্নহত্যা করলাম। কিন্তু আমি মরতে চাইনি। আমি একজন বৃদ্ধ/বৃদ্ধা আমি আমার ছেলের সংসারে কাঁটার মত খুব যন্ত্রনা দিয়ে আর হাজার অসুখ-বিসুখ শরীরে নিয়ে বেঁচে আছি। একদিন বুঝলাম আমার জন্য ওদের খুব কষ্ট হচ্ছে। একদিন শুনলাম আমাদের ঔষুধ ও ডাক্তারের খরচ অনেক বেড়ে গেছে ওরা নাকি তা আর চালাতে পারছে না। তার কিছুদিন পর বুঝলাম সত্যিই ডাক্তার এবং ঔষুধ দুটাই আসা বন্ধ হয়েগেছে। তাই এখন ঔষুধ ও ডাক্তার বিহীন অবস্থায় মরন এর জন্য প্রতিক্ষা করছি। কারণ তাছাড়া আর উপায় নেই। কিন্তু আসলে আমি মরতে চাইনা। আমি মরতে চাইনা্। মরতে চাইনা।।।।।।
বিষয়: বিবিধ
১৮১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন